Thursday, November 13, 2025

এবারের আইপিএলের দ্বিতীয় প্লে-অফ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফ নতুন চ্যালেঞ্জ এটা ভেবেই ক্রুণাল এবং রোহিত বুধবার মাঠে নামছেন বলে ইঙ্গিত দিলেন। মুম্বই ব্যাটিংয়ে তাকিয়ে থাকবে অবশ্যই সূর্য কুমার যাদব এবং ইষাণ কিষাণের ওপর। দুজনেই মোটামুটি ছন্দে আছেন। তবে সূর্যর ব্যাটিং মুম্বই দলের হার্টথ্রব মেনে নিয়ে তাঁকে নিজেদের স্পিন বোলিংয়ের জাঁতাকলে ফেলতে মরিয়া লখনউ। কারণ, ক্রুণাল পাণ্ডিয়া ভালো করেই জানেন সূর্যকুমার ক্রিজে থাকা মানেই বিপদের ইঙ্গিত। এদের পাশাপাশি অবশ্যই ক্রুণালরা বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্যামরণ গ্রিনকে। লিগের শেষ ম্যাচে শতরান করে ক্যামরন ছন্দে আছেন। কাজেই এই তিন ব্যাটারকেই টার্গেট করছে লখনউ।

লখনউ দলের তিন স্পিনার অধিনায়ক ক্রুণাল, রবি বিষ্ণোই এবং গোথামকে দিয়েই মুম্বই বধের ছক কষছেন। বিষ্ণোই ও গোথাম দুজনেই চলতি আইপিএলে ছন্দে আছেন। নিয়িমত উইকেটও পেয়েছেন। কাজেই বুধবারের ম্যাচে বল হাতে ক্রুণালের ট্রামকার্ড হতে চলেছেন এই দুই বোলার।

যদিও মুম্বই দল শেষ মুহূর্তে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন লখনউ-এর বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী। গ্রুপ লিগের ম্যাচে লখনউকে প্রায় হারাতেই বসেছিলেন রোহিত শর্মারা। কিন্তু শেষ মুহূর্তে মাত্র ৫ রানে হারতে হয়েছিল তাঁদের। ফলে বুধবারের ম্যাচ রোহিতদের কাছে বদলার ম্যাচও বটে।

লিগের ম্যাচে ইষাণ রান পেলেও বাকি সব ব্যাটাররাই ব্যর্থ হয়েছিলেন। কাজেই বুধবারের ম্যাচে মুম্বই ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর বলেই মনে করা হচ্ছে। ব্যাটে সূর্য, গ্রিন, ইষাণরা যদি রোহিতর ট্রামকার্ড হন, তাহলে বল হাতে অবশ্য রোহিত নির্ভর করবেন পীযূশ চাওলা, ভ্যানড্রফ-এর ওপর। এখন দেখার প্রথম ম্যাচে হারের বদলা প্লে-অফে রোহিতরা নিতে পারে কি না। শুধু তাই নয়, আইপিএল-এর ইতিহাসে হেড টু হেড লড়াইতে মুম্বইকে ৩-০ ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে আছে লখনউ।  বুধবার কি সেই সংখ্যাটা বদল হবে , না কি লখনউ ম্যাচ জিতে আরও এগিয়ে যাবে, তার জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version