অতিমারি কালে দেওয়া হয়নি মাধ্যমিক (Madyamik Examination)। সেই কারণে জীবনের প্রথম বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। এই বারই প্রথম অন্য স্কুলে গিয়ে পরীক্ষা। হাতে প্রশ্নপত্র নিয়ে খাতায় উত্তর লেখা। সাধারণত এই অভিজ্ঞতা হয় মাধ্যমিকেই। কিন্তু এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অধিকাংশই মাধ্যমিক পাশ করেছেন ২০২১-এ। আর কোভিডের কারণে সেবার এইভাবে পরীক্ষা হয়নি। সার্বিক মূল্যায়ন করেই নম্বর দেওয়া হয়। তাতে উচ্চতর শিক্ষার সুয়োগ হয়ত মিলেছিল, কিন্তু মন ভরেনি। জানা যায়নি, কী লিখলে, কত নম্বর পাওয়া যায়। তাই এবছরই প্রথম সঠিক পদ্ধতিতে বোর্ডের পরীক্ষা দিলেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। আর এই সাফল্য তাঁদের কাছে তাই দ্বিগুণ।

বুধবার প্রকাশিত হয় ২০২৩-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। এবার প্রায় সাড়ে ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেন। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই সাড়ে আট লক্ষের বেশি পরীক্ষার্থীর জীবনে এটাই ছিল প্রথম বড় পরীক্ষা। এর আগে মাধ্যমিক দেওয়ার অভিজ্ঞতাই নেই কোনও পরীক্ষার্থীর। অতিমারিকালে ২বছর ধরে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাইরের স্কুলে গিয়ে বোর্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। চলতি বছরের মার্চে হওয়া উচ্চমাধ্যমিকই ছিল তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এবছর বছরে মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ।
কৃতীদের মধ্যে অনেকেই মাধ্যমিকেও অনেক নম্বর পেয়েছিলেন। কিন্তু তাঁদের কথায়, সেটা এভাবে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর নয়। ফলে এই নম্বর পেয়ে তাঁরা আপ্লুত। তাঁদের কথায় এটা তাঁদের পরিশ্রমের ফল, আর তাই সেই সুমিষ্ট।

আরও পড়ুন- রাজ্য সরকারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে UPSC-তে সফল ৭ পড়ুয়া, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
