হিন্ডেনবার্গ অতীত, মাত্র ৪ মাসেই ধনী তালিকায় উঠে এলেন আদানি

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) সাময়িক ধাক্কা দিলেও মাত্র ৪ মাসের মধ্যেই ফের বিশ্ব ধনীদের তালিকায় নিজেকে তুলে আনলেন গৌতম আদানি(Gautam Adani)। মঙ্গলবার একধাপে ৪০০কোটি ডলারেরও বেশি বেড়েছে আদানি গ্রুপের(Adani Group) সম্পত্তির পরিমাণ। তার জেরেই বিশ্বের প্রথম ২০ জন ধনী ব্যক্তির তালিকায় আবার ফিরে এসেছেন তিনি। আপাতর বিশ্বের মধ্যে ১৮ তম স্থানে জায়গা করে নিয়েছেন আদানি।

মঙ্গলবারই আদানি এন্টারপ্রাইজে নিজেদের বিনিয়োগের পরিমাণ আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে রাজীব জৈনের সংস্থা। মূলত বন্দর ব্যবসার ক্ষেত্রেই বাড়বে এই বিনিয়োগের পরিমাণ। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই আবার ধনীতম ব্যক্তিদের তালিকায় ঢুকলেন ভারতীয় ধনকুবের। অত্যন্ত অল্প সময়ে আদানি বিপুল পরিমান সম্পত্তি বৃদ্ধি নিয়ে রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ। তারপরই ব্যাপকভাবে পড়তে শুরু করে আদানির সম্পত্তি। কিন্তু চলতি বছরের শুরু থেকে সবমিলিয়ে ৫৬০০ কোটি ডলারেরও বেশি সম্পদ হারিয়েছে তাঁর অধীনস্থ আদানি গ্রুপ। কিন্তু কয়েকদিন আগেই আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) কমিটি। প্যানেলের তরফে বলা হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আদানি গোষ্ঠী শেয়ারবাজারকে প্রভাবিত করার কোনও চেষ্টা করেনি। আদানির কোম্পানিতে অবৈধ বিনিয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। তারপরেই আদানি গোষ্ঠীর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

Previous articleঅতিমারিকালে হয়নি মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষার সাফল্যে আপ্লুত কৃতীরা
Next articleকড়া প্রশাসন! ভা.ঙা হল তৃণমূলের পরিত্যাক্ত অবৈ.ধ দলীয় কার্যালয়