Thursday, August 21, 2025

ঝাড়খণ্ডে নতুন হাই কোর্ট ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি! টুইট করে মোদিকে তো.প সুখেন্দুর

Date:

“রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) ঝাড়খণ্ডে (Jharkhand) নতুন হাই কোর্ট (High court) ভবনের উদ্বোধন করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা সত্যিই অপমানজনক”। টুইট করে এমনই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। উল্লেখ্য, আগামী রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তাঁকে আমন্ত্রণ জানায়নি বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস, তৃণমূল, বাম-সহ মোট ১৯টি বিরোধী দল যৌথ ঘোষণাপত্র প্রকাশ করে সংসদ ভবন উদ্বোধন বয়কটের কথাও ঘোষণা করেছে।

 

আর এমন পরিস্থিতিতে বুধবার ঝাড়খণ্ডের রাঁচিতে নয়া হাই কোর্ট ভবনের উদ্বোধন করতে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাৎপর্যপূর্ণভাবে যে রাজ্যের শাসকজোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল কংগ্রেস। সেখানে রাষ্ট্রপতি সওয়াল করলেন বিচারবিভাগীয় নির্দেশ সঠিক ভাবে পালিত হচ্ছে কি না, সে দিকে কড়া নজরদারির। রাঁচির ওই কর্মসূচিতে রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং অনেক প্রবীণ বিচারপতি এখানে উপস্থিত রয়েছেন। আমি তাঁদের কাছে অনুরোধ করব, যেন প্রকৃত অর্থে মানুষের ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, নয়া সংসদ ভবনের উদ্বোধন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেন, তা নিয়ে বিস্তর প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। নয়া সংসদ ভবনের উদ্বোধন যাতে প্রধামন্ত্রীর হাতে না হয়ে রাষ্ট্রপতি করেন, সেই আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। নয়া সংসদ ভবনের উদ্বোধনে দেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে গণতন্ত্র ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। নয়া সংসদ ভবনের উদ্বোধন কেন রাষ্ট্রপতি করছেন না, সেই প্রশ্ন তুলে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা সহ ১৯টি রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কট করে। যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আর এই ইস্যুতেই এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version