একসঙ্গে ২৫টি উটের মৃত্য়ুর ঘটনা মোদি রাজ্যে (Narendra Modi’s state Gujrat)। সূত্রের খবর আমেদাবাদে (Ahmedabad)জলে বিষক্রিয়ার (Water poisoning) কারণে এত উট মারা গেছে (Camel Death) । সেক্ষেত্রে গুজরাট দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Gujarat Pollution Control Board) তরফে আগেই ওএনজিসিকে (ONGC) সতর্ক করা হয়েছিল। জিপিসিবির ভিজিল্যান্স অফিসার বলছেন পাইপলাইনে কোনওভাবে লিকেজ তৈরি হয়েছিল। যার জেরে বারুক জেলাতে জলে বিষক্রিয়া হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছিল পর্ষদ। স্থানীয়রা বলছেন আরও বেশি সংখ্যায় উট মারা গেছে, সব তথ্য প্রকাশ করা হয়নি।