বিদেশ যাত্রার অনুমতি পেলেন জ্যাকলিন, কোথায় যাবেন অভিনেত্রী

দীর্ঘ আবেদনের পর মঙ্গলবার দিল্লির একটি বিশেষ আদালত (Delhi court) জ্যাকলিনকে বিদেশযাত্রার অনুমতি দিল।

আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে রীতিমতো বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী (Bollywood actor) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক এবং তারপরে আর্থিক তছরুপ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই জ্যাকলিন এবার বিদেশযাত্রার অনুমতি পেলেন। দীর্ঘ আবেদনের পর মঙ্গলবার দিল্লির একটি বিশেষ আদালত (Delhi court) জ্যাকলিনকে বিদেশযাত্রার অনুমতি দিল।

অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই আদালতের কাছে অনুমোদন চাইছিলেন তাঁর বিদেশযাত্রার ব্যাপারে। আসলে বেশ কিছু অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না অভিনেত্রীর। তদন্তকারী সংস্থা জানিয়েছে সুকেশ জেলে থাকাকালীন অভিনেত্রীকে ১০ কোটি টাকারও বেশি মূল্যের একটি উপহার পাঠিয়েছিলেন জ্যাকলিনকে । জেল থেকে সুকেশ জ্যাকলিনকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। এমনকি জামিনে থাকাকালীন দুজনে একসঙ্গে নিভৃতে সময় কাটিয়েছেন বলে অভিযোগ। যদিও জ্যাকলিন তাঁর সঙ্গে সুকেশ-যোগ নস্যাৎ করে দিয়েছেন। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করেছেন নায়িকা। এবার ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত দুবাইতে আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁকে অংশ নেওয়ার অনুমতি দিল আদালত। এছাড়াও আগামী ছবির কাজের জন্য ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত ইতালি যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে অভিনেত্রীকে।