শুধুমাত্র দুর্গাপুজোতেই নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেনি বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি।বেশ কয়েক বছর তারা প্রতিশ্রুতিবানদের সাফল্যকে কুর্নীশ জানিয়ে পাশে থাকার চেষ্টা করছেন।তার ব্যতিক্রম হবে না এবছরও।

বিগত বছরের মতোই বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের নিবেদন “নয়কো শুধুই পুজো”…।পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে এবারও প্রতিশ্রুতিবানদের পাশে থাকবেন তারা। আর্থিক প্রতিকূলতাকে জয় করে আগামীর সমাজকে যারা সমৃদ্ধ করবেন, সেই সব প্রতিশ্রুতিবান কৃতীদের কুর্নিশ জানাবেন তারা।

এবার নবম বছরে সর্বমোট ৩ লক্ষ টাকার স্কলারশিপ দেবেন তারা। কমিটির তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কলারশিপ পল্লীর প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে নামকরণ করা হয়ে থাকে, যার প্রতিটির অর্থ্যমূল্য ১০ হাজার টাকা করে।

নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ১০+
আবেদন করতে লগ ইন করুন- www.brindabanmatrimandir.org

যদিও পড়াশোনা ছাড়া অন্য ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নেই।

কোনও রকম আবেদন মূল্য নেই।
