Monday, November 17, 2025

আমার মাকে গালাগালি দেবে, আর আমি মাংস-ভাত খাওয়াব? বিস্ফোরক চিরঞ্জিৎ

Date:

জয়িতা মৌলিক:
“সকালে যে আমার মাকে গালাগালি দিয়েছে, বিকেলে আমি তাকে মাংস ভাত খাওয়াব! এটা আমি কিছুতেই করব না।” নিজের সিনেমায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নেওয়া নিয়ে তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন চিরঞ্জিৎ। সম্প্রতি দেবের (Dev) প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন মিঠুন। আর এই প্রসঙ্গেই দেবকে ধুয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ (Chiranjit) ওরফে দীপক চক্রবর্তী।

আরও পড়ুন:ধর্মশালায় ঠান্ডা-ঠান্ডা, Cool-Cool শোভন-বৈশাখীর ‘জামাইষষ্ঠী’

মিঠুন চক্রবর্তীর সঙ্গে তো এককালে ভালো বন্ধুত্ব ছিল চিরঞ্জিতের! তাহলে এখন গোঁসা কেন?
চিরঞ্জিৎ বলেন, “পুরনো বন্ধুত্বে কোনও চির ধরেনি। এখনও ভালো বন্ধু”। তবে এখন বিষয়টা একেবারেই আলাদা। এখন মিঠুন এবং চিরঞ্জিত দুজনেই দুটো বিপরীত মেরুর রাজনৈতিক দলের নেতা।

তিনি যদি সিনেমা করেন তাহলে কখনোই মিঠুন চক্রবর্তীকে নেবেন না- সাফ জানালেন চিরঞ্জিৎ।
চিরঞ্জিতের মতে, মিঠুনকে কোনও সিনেমায় নেওয়া মানে, মিঠুনের মুখ দিয়ে দেড় লক্ষ পোস্টার পড়ছে। এই যে ‘প্রজাপতি’ করে ওর নাম বেড়ে গেল। তার মানে আমি ওকে আরও পপুলার হতে সাহায্য করছি। আর তার ফায়দা তো বিজেপি নেবে। সেই দল যে দল আমার নেত্রীকে দুবেলা গাল পাড়ে। “নরেন্দ্র মোদি কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, “দিদি, ও দিদি” বলে কদর্য আক্রমণ করলেন, আর এই মিঠুন চক্রবর্তী সেই সময় মোদির পাশে দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁকে আমার ছবিতে নেব সেটা কখনোই হতে পারে না। আমি ঠিক এটাই বলেছি, দেবের জায়গায় থাকলে মিঠুনকে কখনোই ছবিতে নিতাম না”

পাল্টা চিরঞ্জিতের প্রশ্ন, “ওকে পাবলিসিটিটা আমি কেন দেব? বিজেপিরা বা অনুপম খের ছবি তৈরি করলে নিশ্চয়ই আমাকে নেবে না। দেবকে হিরো করবে না”।

এরপরই তোপ দেগে চিরঞ্জিৎ বলেন, “দেবের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ও বলেছে, “সকালেই আমাদের পার্টিকে যা তা কথা বলছে, আর রাতে আমার বাড়ি এসে মাংস-ভাত খাচ্ছে”। আমি এটা কখনই করব না। সকালে আমার মাকে গালাগালি দিয়েছে, আর বিকেলে আমি তাকে মাংস ভাত খাওয়াব! যদি মিঠুন বিজেপি নেতা না হত, বা দেব তৃণমূল সাংসদ না হত- তাহলে এটা নিয়ে কোনও কথাই ছিল না।” এরপরেই তৃণমূল বিধায়ক স্পষ্ট জানান, “আমি ওকে (মিঠুনকে) সিনেমাতেই নেব না যতক্ষণ ও বিজেপির হয়ে কাজ করছে। যখন দুটো মানুষ সক্রিয়ভাবে বিরোধী রাজনীতি করছে তখন এটা হতে পারে না।”

এই বিষয়ে চিরঞ্জিতের স্পষ্ট মত, দুই ভাইও যদি বিপরীত দলের হয়ে ময়দানে খেলতে নামে তাহলে তারা কখনো একে অপরকে ছেড়ে কথা বলবে না। দুজনে দুজনের বিরুদ্ধে গোল দেবেই, আর এটাই নিয়ম। যতক্ষণ ময়দানে আছো, ততক্ষণ তুমি তোমার দলের হয়ে লড়বে। সেখানে উল্টোদিকে তোমার ভাই থাকলেও তোমাকে গোল করতে হবে। এ বিষয়ে চিরঞ্জিত চক্রবর্তী স্পষ্ট করে দেন, যদি দক্ষিণ ভারতের কোনও রাজনৈতিক দলের নেতা অভিনতা হন, তাহলে তাঁকে বাংলা সিনেমায় নেওয়া যেতে পারে। কারণ তিনি সরাসরি তৃণমূলের বিরোধী নন। কিন্তু যারা দুবেলা দলকে আক্রমণ করে, তৃণমূলের সক্রিয় সদস্য হিসেবে তাঁকে নিজের ছবিতে নেওয়া যায় না।

মিঠুন চক্রবর্তীর বারবার এই জার্সি বদলই কি তাঁর উপর চিরঞ্জিতের এত ক্ষুব্ধ হওয়ার কারণ?
দীপক চক্রবর্তীর মতে, “যে মমতা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীকে বিরাট জায়গা দিয়েছিলেন, তাঁকেই ছেড়ে চলে গিয়েছে মিঠুন। তাঁকে আমি কখনোই হাওয়া দেব না।” তবে তৃণমূল বিধায়কের মতে, বাধ্যবাধকতা থেকেই বিজেপিতে গিয়েছেন মিঠুন। পরোক্ষভাবে ‘বিজেপির ওয়াশিং মেশিন’ তত্ত্বের দিকেই আঙুল তুলেছেন চিরঞ্জিৎ।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version