Saturday, August 23, 2025

কল্পনা পেরিয়ে এবার বাস্তবেও ‘ইন্দুবালা ভাতের হোটেল’, রয়েছে একাধিক চমক!

Date:

ইন্দুবালার হোটেল (Indubala Bhater Hotel) এবার ফিরল বাস্তবেও। বাংলাদেশের (Bangladesh) পাবনায় কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসে বর্ণিত সেই সমস্ত একাধিক পদ সহ বাংলার বহু পুরনো পদ এই হোটেলে প্রতিদিনই রান্না হয়। আর নাম শুনেই দুপুরে হোটেলে খাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন। যেখানে খেতে ঢুকলে খাবারের থালা হাতে আপ্যায়ন করতে এগিয়ে আসছেন মহিলারা। তারা সবাই লালপেড়ে সাদা শাড়ি পরা মহিলারা।

ঢাকা-পাবনা মহা সড়কের জালালপুর এলাকায় ‘ইন্দুবালা ভাতের হোটেলটি তৈরি করা হয়েছে। হোটেলের মেনুতে রয়েছে একাধিক চমক। কুমড়ো ফুলের বড়া, বিউলির ডাল, ছ্যাঁচড়া, আম–তেল, মালপোয়া, চিংড়ির হলুদ গালা ঝোল, চন্দ্রপুলি এবং কচুবাটা। এগুলি ছাড়াও রয়েছে নারকেল দিয়ে কচুবাটা, আম দিয়ে নলা মাছ, কুমড়োর ছক্কা, পারশে মাছের ঝোল, আম-তেলের বেগুনভাজা সহ একাধিক পদ। মেনু তালিকায় খাবারগুলির পাশে লেখা রয়েছে দাম। আর দুপুর হওয়ার আগেই হোটেলে খাবার জন্য ভিড় জমে যায়। অনেক পদ সময়ের আগেই শেষ হয়ে যায়। আর সেকারণেই পছন্দের পদের স্বাদ গ্রহণ করতে আগেভাগে দূরদুরান্ত থেকে চলে আসেন বহু মানুষ। শুধু পাবনা জেলা শহর নয়, হোটেলে খেতে আসেন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষও।

পাশাপাশি হোটেলে যারা খাবার পরিবেশন করছেন তাদের পোশাকেও রয়েছে বিশেষ ধরণ। মেয়েরা লাল পাড় সাদা শাড়ি এবং ছেলেরা সাদা টি শার্ট পরে খাবার পরিবেশন করছেন। টি শার্টে লাল রঙে লেখা ‘ইন্দুবালা ভাতের হোটেল’। স্টিলের থালার ওপর কলাপাতায় পরিবেশন করা হচ্ছে ভাত-সহ সমস্ত পদগুলি। হোটেলের মালিক সোহানী হোসেন বলেন, হারিয়ে যেতে বসা প্রাচীন ঐতিহ্যবাহী কিছু বাংলা খাবারের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো ও কম খরচে সাধারণ মানুষের খাবারের সুযোগ করে দিতেই এই ভাতের হোটেল।

 

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version