Saturday, August 23, 2025

এমন দৃশ্য কখনও দেখেছেন ? নীল রঙের পিচ রাস্তা! রাস্তার দুপাশে সবুজ গাছের সারি। আচমকা দেখে মনে হবে, রং তুলি দিয়ে নিজের মনের মতো করে রাস্তাকে রাঙিয়ে তুলেছেন কোনও চিত্রশিল্পী। কিন্তু না, বাস্তবে এমনই তাক লাগানো ঘটনা ঘটেছে বর্ধমানের রায়নায়।
পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমনই রাস্তা। জেলা প্রশাসনের দাবি, দেশে প্রথমবার এধরনের রাস্তা তৈরি হল। এমন রাস্তা প্রথম তৈরি করেছিল আরবের দেশ কাতার। এ রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তার উদ্বোধন করেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে রাজ্যে আগেও রাস্তা তৈরি হয়েছে। কিন্তু খণ্ডঘোষের এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং দেওয়া হয়েছে।
রায়না-২ ব্লকের বিডিও অনিশা যশ বলেছেন, নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি টেকসই হবে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে। কালো পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়। পিচ গলে যায়।  এক্ষেত্রে সেই সুযোগ কম। জল জমার প্রবণতাও থাকবে না। দূষণও কম হবে।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখানে এই প্রক্রিয়া সফল হলে অন্যান্য এলাকাতেও এধরনের রাস্তা তৈরি করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে  টেকসই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আসলে বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরিতে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞানীদের মতে, একটি কালো বা বাদামি রঙের রাস্তার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির বেশি হয়। নানা সমীক্ষায় উঠে এসেছে যে, কালো রং সবচেয়ে বেশি তাপ আকর্ষণ করে। এই কারণে রাস্তার পাশে গাছ না থাকলে কালো রাস্তার তাপমাত্রা আরও বেড়ে যায়। তাই বিশ্বে প্রথম কাতার তার রাস্তাগুলিকে নীল রঙে পরিবর্তন করে তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি কমানোর চেষ্টা করছে। সেই পথে এবার হাঁটলো পূর্ব বর্ধমানের রায়না।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version