Tuesday, November 11, 2025

অবকাশে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!

Date:

কলকাতা হাই কোর্টে এখন গ্রীষ্মাবকাশ। সেই অবকাশে নিজেদের শখ মেটাচ্ছেন বিচারপতিরা। কেউ বেড়াচ্ছেন, কেউ পড়ছেন বই। রাজ্য রাজনীতি বিশেষ করে আদালত কেন্দ্রীয় খবরে এখন সবচেয়ে চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর অবকাশ কাটছে কী ভাবে? খবর, তিনি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ে গরমের ছুটি কাটাচ্ছেন! এতটুকু পড়ে যাঁরা খুব অবাক হলেন, তাঁদের জানাই পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই বিচারপতি গঙ্গোপাধ্যায় পড়ছেন ঠিকই, তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন, সমাজবিজ্ঞানী তথা অধ্যাপক।

আদালতে গরমের ছুটি চলছে। সেই কারণে আদালতে যাওয়ার তাড়া নেই। একটু বেলা করেই না কি ঘুম ভাঙছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শরীরচর্চায় তাঁর উৎসাহ নেই। সকালে ৮টায় উঠে চা, সঙ্গে সামান্য জলখাবার। চলেছে খবরের কাগজের পাতায় চোখ বোলানো। গান শুনছেন তিনি। তবে, হালফিলের গান নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গানের তালিকায় রয়েছে রবীন্দ্রসংগীত বা স্বর্ণযুগের বাংলা গান। আর তাঁর পছন্দের তালিকায় রয়েছে বই। এই গরমের ছুটি কাটাচ্ছেন ড. পার্থ চট্টোপাধ্যায়ের বই পড়ে তিনি। ভাওয়াল রাজার ইতিহাস অবলম্বনে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ‘এ প্রিন্সলি ইমপস্টার’ পড়ছেন তিনি। রোজ মোটামুটি ২০ পাতা করে পড়ছেন। ছুটির আগেই তাঁর বইটি শেষ করার টার্গেট রয়েছে। তবে, শুধু বই পড়া বা গান শোনা নয়, সন্ধেয় পুরনো বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে আড্ডাও দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- কনভয়ে হা.মলা! ঝাড়গ্রাম থেকে ওড়িশা যাওয়ার পথে আটক কুড়মি নেতা রাজেশ মাহাত

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version