Monday, August 25, 2025

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ শালবনিতে একমঞ্চে মমতা-অভিষেক, নজরে নেত্রীর বার্তা

Date:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ ফের একমঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee and Abhishek Banerjee)। অভিষেকের জনসংযোগ যাত্রার আজ ৩১তম দিন। এদিন ঝাড়গ্রামের লোধাশুলি ক্যাম্প থেকে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুটি রোড-শো করার পর শালবনি স্টেডিয়ামে (Shalbani Stadium) জনসভা। আর সেখানেই যোগ দেবেন তৃণমূল নেত্রী।

আজ, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যাবেন এগরার খাদিকুল গ্রামে। যেখানে বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তুলে দেবেন আর্থিক সাহায্য। তারপরই শালবনীর উদ্দেশে তিনি রওনা দেবেন।

প্রসঙ্গত, ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে লক্ষ্য করে হামলার পরদিনই শালবনি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় )Mamata Banerjee)। শুক্রবারের ঘটনার পর তাই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করেছে জেলা পুলিশ। এদিন জনসযোগ যাত্রার মঞ্চ থেকে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। শনিবারের কর্মসূচি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, ৭০ থেকে ৮০ হাজার মানুষের জমায়েত হবে। এদিন ধর্মা, কেরানিচটি হয়ে শালবনীর কাছারি রোড ব্রিজে যাবেন অভিষেক। সেখানে জনসংযোগ কর্মসূচি সেরে পৌঁছবেন শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। বিকেল ৩টে নাগাদ মেদিনীপুর কুইকোটা হেলিপ্যাডে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন ওই সভাস্থলে। সেখানেই এক মঞ্চে দেখা যাবে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বকে। স্টেডিয়ামেই ক্যাম্প করে রাত্রিযাপন করবেন অভিষেক। মুখ্যমন্ত্রী চলে যাবেন মেদিনীপুর সার্কিট হাউসে।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version