Tuesday, August 26, 2025

সরকার ও নিজের প্রিয় নেতার হয়ে অভিনব প্রচার! এভারেস্ট জয়ী যুবকের কাণ্ড শুনলে অবাক হবেন

Date:

রাজ্য সরকারের বিভিন্ন ‘জনমুখী’ প্রকল্পের প্রচার করাই একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিলেন এভারেস্টজয়ী (Everest) যুবক। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অন্ধ্রপ্রদেশের (AndhraPradesh) জি সুরেশবাবুর (G Suresh Babu) এমন কীর্তিতে তোলপাড় দেশ। জানা গিয়েছে, বছর চব্বিশের সুরেশ অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) এবং‌ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jaganmohan Reddy) ‘অন্ধ সমর্থক’। আর সেকারণেই প্রিয় দল ও নেতার ‘গুণগান’ গাইতে সবচেয়ে প্রিয় পাহাড়কেই বেছে নিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘নবরত্ন’ (Navratna)। এই প্রকল্পের জেরে সে রাজ্যের বাসিন্দাদের ৯টি পরিষেবা প্রদান করা হয়। আর সেই ‘নবরত্ন প্রকল্পের’ কথাই পর্বতশৃঙ্গে উঠে প্রচার করলেন ২৪ বছরের ওই যুবক। পরে সেই প্রকল্পের পোস্টার পর্বতের গায়ে আটকেও দেন তিনি। পাশাপাশি প্রিয় নেতা জগনের ছবি নিয়ে ছবিও তুলতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সেই এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশের এই যুবক। প্রথম দক্ষিণ ভারতীয় হিসাবে মানসলু এবং লোৎসে শৃঙ্গ জয় করেন তিনি। আগামী ৫ বছরে আরও ২৫টি শৃঙ্গ জয় করতে মুখিয়ে রয়েছেন সুরেশ। কিন্তু এ ক্ষেত্রে প্রধান সমস্যা অর্থ। আর সেকারণেই প্রিয় নেতার কাছে সাহায্য চেয়েছেন তিনি। সুরেশ জানান, “ছোট থেকেই পর্বতে ওঠার স্বপ্ন ছিল। আমার অনুপ্রেরণা জগন্মোহন। ওঁর পদযাত্রা আমায় নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।”

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version