Wednesday, November 5, 2025

রাজ্যে প্রথম পুরসভা পরিচালিত পশু হাসপাতাল! বেজায় খুশি হুগলিবাসী

Date:

Share post:

রাজ্যে এই প্রথম পুরসভা (Municipality) পরিচালিত পশু হাসপাতাল পেল মানুষ। এমনই অভিনব উদ্যোগ কোন্নগর পুরসভার (Konnagar Municipality)। আর পুরসভার এমন সিদ্ধান্তে বেজায় খুশি বিভিন্ন পশুপ্রেমী মানুষ। জানা গিয়েছে, কোন্নগর হিমপাইপ এলাকায় তৈরি হয়েছে বিশাল পশু হাসপাতাল। জানা গিয়েছে, রাজ্যের মধ্যে এই প্রথম কোনও পুরসভা পশুপাখিদের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিয়েছে। মোট ৩০ লক্ষ টাকা ব্যায় করে নির্মিত হয়েছে নতুন পশু হাসপাতাল। আর এই হাসপাতালে মাত্র ২৫ টাকার বিনিময়ে মানুষ সমস্ত রকমের পশু পাখির চিকিৎসা করাতে পারবেন বলে পুরসভা সূত্রে জানান হয়েছে।

তবে এর আগে রাজ্যের মধ্যে কোনও পুরসভা বা পঞ্চায়েত এই উদ্যোগ নেয়নি বলে সাফ জানান কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস (Swapan Das)। এদিন পুরপ্রধান বলেন, রাজ্যের মধ্যে এই প্রথম কোন্নগর পুরসভা অবলা পশুপাখিদের কথা মাথায় রেখেই এই হাসপাতাল তৈরি করা হয়েছে। স্বপন দাস আরও বলেন, তিনি যখন পুরপ্রধান ছিলেন না তখন তিনি রাস্তায় দেখতে পেতেন বহু কুকুর, বিড়াল আহত হচ্ছে আর চিকিৎসার অভাবে মৃত্যুও হচ্ছে। আর পুরসভার প্রধান হয়ে এবার মানুষের উন্নয়নের সঙ্গে সঙ্গে পশু পাখিদের কথা ভেবে পুরসভার নিজস্ব উদ্যোগে এই হাসপাতাল তৈরি করা হয়েছে। আগামী ২৭শে মে এই হাসপাতালের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

পুরপ্রধান আরও জানান, এখন বেশিরভাগ মানুষের বাড়িতেই কুকুর, বিড়াল বা পোষা পাখি থাকে। কিন্তু তাদের শরীর খারাপ হলে অনেক খরচ করে প্রাইভেট ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হয় যেটা অনেকসময় ব্যায়বহুল। কিন্তু এবার থেকে মাত্র ২৫ টাকার বিনিময়ে টিকিট করিয়ে অভিজ্ঞ পশু চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে পারবে সকলে। আর পথ কুকুর, বিড়ালদের জন্যও হবে চিকিৎসা। এখন শুধু একমাস আউটডোর ইউনিট-এর মাধ্যমে চিকিৎসা চলবে। এরপর একমাস পর সম্পূর্ণভাবে পশুপাখি বেশি অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পশুদের অপারেশন থেকে শুরু করে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এই হাসপাতালে।

একদিন সপ্তাহে প্রত্যেকদিন খোলা থাকবে এই হাসপাতাল। এছাড়াও এই হাসপাতাল বিল্ডিং-এর সাথেই তৈরি হয়েছে নতুন মা ক্যান্টিন যেখানে গরীব মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে খাবার খেতে পারবে একদম পাখার তলায় বসে নতুন বিল্ডিংয়ে। পুরসভার উদ্যোগে রাজ্যে প্রথম এই পশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি সারা হুগলি জেলার পশুপ্রেমী মানুষ।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...