Tuesday, November 11, 2025

চেয়ার ঢাকা ত্রিপলে! মালদহে হাটবারেও ভরল না শুভেন্দুর সভা, তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) জনসংযোগ যাত্রায় জনপ্লাবন দেখে ভয় পেয়েছিলেন। তাঁদের পায়ের তলায় যে মাটি নেই সেটা অনেক আগেই বুঝেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই কারণেই হাটবারে হাটের মধ্যে সভা করলেন তিনি। অথচ শনিবার মালদহের বিজেপির সেই সভাতেও লোক জুটলো না। লজ্জা ঢাকতে চেয়ার ঢাকা হল ত্রিপলে।

না আছে কর্মী, না আছে সংগঠন। সভা ডাকলেও জোটে না সমর্থক। সভায় লোক জোটাতে বঙ্গ বিজেপি (BJP) নেতারা নতুন ফন্দি এঁটেছেন। হাটবারে এক হাট লোকের মধ্যে সভা করে এখন মাঠ ভরাতে হচ্ছে। কিন্তু তারপরও শনিবার মালদহের (Maldah) মানিকচকের মথুরাপুরে ভরলো না শুভেন্দুর সভা। শুধু তাই নয়, ফাঁকা মাঠের লজ্জা ঢাকতে চেয়ারগুলি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হল। বিরোধীদল নেতা যখন সভায় এলেন তখন মেরেকেটে সভাস্থলে কয়েকশো মানুষ। অথচ সভার আগে বিজেপি দাবি করেছিলেন, এই সভা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকেও ছাপিয়ে যাবে। কিন্তু বাস্তবে লোক হাসালো বিজেপি। এই সভার পর শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, “শুভেন্দু অধিকারী তো একটা স্বীকৃত চোর, তোলাবাজ, ঘুষখোর, দালাল। সারদার চোর, নারদার চোর। সিবিআইয়ের এফআইআর নেমড। সারদা কর্তা তো বলেছে ড্রাফটের মাধ্যমে কাঁথি পুরসভাকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। সেটার কেন তদন্ত হচ্ছে না। ওরা বলছে যেখানে টাকা আছে ইডি, সিবিআই সব খুঁজে বের করবে। তা করুক, কোনও আপত্তি নেই। যেখানে টাকা লোকানো আছে সেখানে ওরা যাবে। প্রশ্ন হল, তাহলে তো এজেন্সির সবার আগে কাঁথি পুরসভায় যাওয়া উচিত। কারণ, সারদা কর্তা তো বলেছেন, কাঁথি পুরসভাকে তিনি টাকা দিয়েছিলেন। তাহলে এজেন্সি গিয়ে দেখুক পুরসভার অ্যাকাউন্টে ওই টাকা আছে কিনা, তাহলেই বোঝা যাবে আসলে চোর কে।”

আরও পড়ুন- নিউমার্কেটের হকারদের সংযত হওয়ার বার্তা দিলেন ফিরহাদ

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version