Tuesday, May 6, 2025

ইগো ঝেড়ে ফেলুন: শালবনির দলীয় বৈঠকে বার্তা অভিষেকের, জনসংযোগ যাত্রায় জনপ্লাবন

Date:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানেই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মীদের ইগো ঝেড়ে ফেলে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, এই জেলায় দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগোর লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।

শালবনির ক্যাম্পে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে দুপুর ২ টোয় একান্তে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি অঞ্চল ধরে ধরে কী করতে হবে তার পরামর্শ দেন তিনি। এছাড়া কয়েকটি বিষয় নির্দিষ্ট ভাবে উল্লেখ করে ভবিষ্যতে তা শুধরে চলার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, “দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগো লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।” সেই সঙ্গে অজিত মাইতি, দীনেন রায়, মানস ভুঁইয়া, জেলা সভাপতি সুজয়কে বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেন। নারায়ণগড়, খড়গপুর, মোহনপুর, দাঁতন, শালবনি, মোহনপুর ব্লকে সংগঠনে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। চন্দ্রকোণা রোড এলাকায় সমন্বয়ের অভাব রয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- বীরবাহাকে হেনস্থা! ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী যৌথ মঞ্চের, রাজেশ-সহ ধৃতরা হেফাজতেই

রবিবার শালবনিতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নদীর ধারে ৫০ টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে শুনে তাদের সঙ্গেও দেখা করেন তিনি। আইন অনুযায়ী, ব্যবস্থার আশ্বাস দেন। বাংলার অন্যান্য প্রান্তের মতেই এদিন অভিষেকের রোড শো-তেও জনপ্লাবন। তাঁকে একঝলক দেখার জন্য রাস্তার দুধারে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকেন স্থানীয়রা।

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version