Thursday, November 13, 2025

ইসিএলে আগুন (Fire incident in ECL)! তিনটি খনি (Asansol Coal Mine)মুখ দিয়ে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখে রীতিমতো আতঙ্কিত । রানিগঞ্জের বাঁশরা এলাকার মানুষেরা। খনি গহ্বরে আগুন লাগার ফলে বিশাল এলাকা জুড়ে ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার (Kunustriya area of ​​ECL)অফিস এই খবর পাওয়ার পর আগুন নেভাতে তৎপর হয় বলে খবর। আগুন নেভাতে ডোজিং করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। খনি কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে মাটি ভরাট করলেই অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আগুন (Fire)নিভে যাবে।

বাঁশরা ওসিপি-র যে জায়গায় আগুন লেগেছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই রেললাইন। ঘটনাস্থলের পাশ দিয়ে গেছে ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন। ফলে আগুন ছড়িয়ে পড়লে পাইপ লাইনেরও বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাটির নীচের কয়লাস্তুপে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইসিএল কর্তৃপক্ষ। দমকলের কয়েকটি ইঞ্জিন বাইরে থেকে জল স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে ভিতরে আগুন ঠিক কতটা ছড়িয়েছে তা এখনও পরিষ্কার নয়। ধসের আশঙ্কা করছেন এলাকার মানুষ। এমনিতেই কয়লা উত্তোলনের পর ফাঁকা খনিগহ্বরে স্যান্ড প্যাকিং বা বালি ভরাট ঠিক মত না হওয়ার কারণে রানিগঞ্জ-আসানসোল খনি অঞ্চল একপ্রকার শূন্যের উপর ভেসে রয়েছে। এর মধ্যে নতুন করে এই বিপর্যয় দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রবল আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন।

 

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version