Friday, November 14, 2025

উন্নাও, হাথরস গণধর্ষণকাণ্ডে শিরোনামে উঠে এসেছে বিজেপি শাসিত যোগীরাজ্য। কিন্তু তারপরও থেমে থাকেনি মেয়েদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনা। এবার স্কুলের মধ্যেই গণধর্ষণের পর দশম শ্রেণির এক ছাত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করার অভিযোগ উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। শুক্রবার ঘটনাটি ঘটেছে অযোধ্যায়। মৃত ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে স্কুলের ম্যানেজার, প্রিন্সিপাল এবং স্পোর্টস টিচারের বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। ছাত্রীর বাবার অভিযোগ, ‘স্কুলে গরমের ছুটি চলা সত্ত্বেও শুক্রবার মেয়েকে স্কুলে ডেকে পাঠান প্রিন্সিপাল। সেখানেই তাকে গণধর্ষণ করে স্কুলের ম্যানেজার ব্রিজেশ যাদব এবং স্পোর্টস টিচার অভিষেক কান্নুজিয়া। এরপর দোষ ঢাকতে তাঁরা ছাদ থেকে ঠেলে ফেলে দেয় আমার মেয়েকে।’

আরও পড়ুন:উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই, নির্ল.জ্জ নৈরাজ্যে মর্মা.ন্তিক কাণ্ড!

পুলিশ জানিয়েছে, প্রথম থেকেই ঘটনাটি নিয়ে ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে অযোধ্যার মউ শিয়ালা এলাকার ওই স্কুল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য ছিল, দোলনা থেকে পড়ে গিয়েই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের মিথ্যা ধরে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্কুলের ছাদ থেকে পড়েই ১৫ বছরের ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। এমনকী তথ্য প্রমাণ ঢাকতে ছাদের নির্দিষ্ট জায়গার রক্তের দাগও মুছে ফেলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীর দেহের ময়নাতদন্ত করা হয়। এরপর পুলিশের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্য।
অযোধ্যার পুলিশ সুপার মধুবন সিং বলেন, ‘পড়ুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুল প্রিন্সিপাল , স্কুলের ম্যানেজার এবং স্পোর্টস টিচারের বিরুদ্ধে গণধর্ষণ, খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং ফৌজদারি ষড়যন্ত্র এবং পকসো আইনে মামলা করা হয়েছে।’
তবে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে কি না, সেব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি পুলিশ সুপার। তাঁর কথায়, ‘ময়নাতদন্তের যে রিপোর্ট আমাদের কাছে এসেছে, তা এতটাই অস্পষ্ট, পড়া যাচ্ছে না। আসল রিপোর্ট পেলে তবেই বিষয়টি পরিষ্কার হবে।’

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version