Saturday, August 23, 2025

নিজের স্বপ্ন বাস্তবায়ন! প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া সংসদ ভবন উদ্বোধন

Date:

প্রতীক্ষার অবসান! অবশেষে বাস্তবায়িত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। রবিবার বিরোধীদেরকে পাত্তা না দিয়েই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল দেশের নয়া সংসদ ভবনের। দীর্ঘ ৩ বছর ধরে ৯৭১ কোটি টাকার এই উচ্চাভিলাষী প্রকল্পের কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পর নতুন সংসদে কবে থেকে কার্যক্রম চালু হবে তার প্রতীক্ষায় ছিলেন অনেকেই। আজ সেই প্রতীক্ষার অবসান হল। ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে।তবে ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠানে সাড়া মিলল না ২১টি প্রধান বিরোধী দলের। যা ভারতীয় গণতন্ত্রের পক্ষে মোটেই গৌরবের নয় বলে মত অনেকের।

আরও পড়ুনঃনয়া সংসদ ভবন উদ্বোধনের সময়সূচি একনজরে

প্রথম থেকেই অনুষ্ঠানের কেন্দ্রে ছিলেন নরেন্দ্র মোদি। চোল রাজাদের ন্যায়দণ্ড সেঙ্গোল হাতে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি। এরপর তাঁর হাতেই প্রতিষ্ঠা পায় এই পবিত্র প্রতীক। সংসদ ভবনের মূল ফলকও উন্মোচিত হয় প্রধানমন্ত্রীর হাতেই। এরপর হয় সর্ব ধর্ম প্রার্থনা। এদিন সেঙ্গোলের সামনে সষ্ঠাঙ্গে প্রণাম করেন মোদি। বেশিরভাগ বিরোধী দলের প্রতিনিধি অনুপস্থিত থাকলেও এদিন অনুষ্ঠানে ছিল অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরকংগ্রেস ও ওড়িশার শাসকদল বিজু জনতা দলের প্রতিনিধিরা।

নয়া সংসদভবন ছিল বিতর্কে ঘেরা। করোনা বিপর্যয়ের সময় কেন এত টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্টা নির্মাণ করা হচ্ছে সেই প্রশ্ন উঠেছিল শুরু দিকে। এরপর উদ্বোধনে সন্ধিক্ষণে এসে রাষ্ট্রপতির হাতে কেন নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে না সেই বিতর্ক চরমে পৌঁছয়। এই নিয়ে সুর চড়িয়েই আজকের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় কংগ্রেস,তৃণমূল, আপ সহ ২১টি বিরোধী দল। এমনকি যেই সেঙ্গোল নিয়ে গেরুয়া শিবির তথা কেন্দ্রের এত মাতামাতি তা নিয়েও মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস।
তবে সেসব সমালোচনাকে তোয়াক্কা না করেই পৌনে সাতটা নাগাদ নয়া সংসদ ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী।তাঁর হাতেই যাত্রা শুরু হল নয়া সংসদভবনের। প্রধানমন্ত্রীও নাম না করে বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘যারা দেশের উন্নতিতে খুশি নয় তারাই ঐক্য ভাঙার চেষ্টা করে’।বিজেপির বক্তব্য, নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে দেশের গণতান্ত্রিক কাঠামোকেই অপমান করছে বিরোধীরা।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version