মালয়েশিয়া মাস্টার্স পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন এইচএস প্রণয়। মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ এর পুরুষ বিভাগের ফাইনালে জিতলেন তিনি। ফাইনালে তিনি হারালেন চীনের ওয়েং হাং ইয়াংকে। ৯৪ মিনিটের এই কঠিন লড়াইয়ে ম্যাচের ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮। এই জয়ের ফলে প্রায় ৬ বছর পর সিঙ্গলস খেতাব জিতলেন প্রণয়। এর আগে ২০১৭ সালে ইউএস ওপেন গ্রাঁ জিতেছিলেন প্রণয়।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম গেম ২১-১৯ ম্যাচ জিতে যান প্রণয়। কিন্তু দ্বিতীয় গেমে ম্যাচে ফেরেন ইয়াং। বড় বড় র্যালি করে প্রণয়কে চাপে ফেলেন তিনি। শুরুতেই অনেকটা এগিয়ে যান ইয়াং। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি প্রণয়। ১৩-২১ হারেন তিনি। তৃতীয় গেমে ফিরে আসেন ভারতীয় শাটলার। শেষমেশ ২১-১৮ তৃতীয় গেম জিতে নিলেন প্রণয়। সেই সঙ্গে প্রতিযোগিতাও জেতেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।
আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে রুতুরাজের জায়গায় এলেন যশস্বী
