Sunday, May 4, 2025

সোমবার রিজার্ভ ডে-তে IPL ফাইনাল, কী বলছে আবহওয়া, খেলা না হলে কে হবে চ‍্যাম্পিয়ন?

Date:

Share post:

বৃষ্টির জন‍্য রবিবার বাতিল হয়ে যায় আইপিএল-এর ফাইনাল। সন্ধ্যা সাতটায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য তা হয়নি। রাত ১১ অবধিও বৃষ্টি হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। সোমবার রিজার্ভ ডে-তে হবে সেই ম্যাচ। তবে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবারও আহমেদাবাদে বৃষ্টি হবে। তবে স্বস্তির খবর, সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাতে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও সোমবার সকালে আহমেদাবাদে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আবহাবিদদের আশ্বাস দিনের দ্বিতীয় অংশে মেঘ মুক্ত হতে শুরু করবে আকাশ। পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল শুরুর সময় অর্থাৎ সন্ধ্যা ৭.৩০ মিনিটে আকাশের ৫০ শতাংশ মেঘে ঢাকা থাকতে পারে। সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কম। রাত বাড়ার সঙ্গে মেঘমুক্ত হবে আমদাবাদ। উন্নতি হবে আবহাওয়ার।

এবার দেখে নেওয়া যাক বৃষ্টির বাঁধা হয়ে দাঁড়ালে কখন ম্যাচ শুরু হলে, কত ওভারের ম্যাচ হবে। যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু হয়, তা হলে দু’দলই ২০ ওভার করে ম্যাচ খেলা হবে। অর্থাৎ, কোনও ওভার নষ্ট হবে না। যদি ৯.৪৫ মিনিটে খেলা শুরু হয় তা হলে দুই দলের মধ্যে ১৯ ওভারের ম্যাচ হবে। মাত্র ১ ওভার করে কমবে। যদি ১০.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দুই দলই ১৫ ওভারের ম্যাচ খেলবে। অর্থাৎ মোট ৩০ ওভারের খেলা হবে। সেক্ষেত্রে ১০ ওভারের খেলা নষ্ট হবে। রাত ১১.০০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলের মধ্যে ১২ ওভারের ম্যাচ হবে। যদি রাত ১১.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলই ৯ ওভার করে খেলবে। অর্থাৎ, ১৮ ওভারের খেলা হবে। ২২ ওভারের খেলা নষ্ট হবে। যদি রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়, তা হলে দু’দল ৫ ওভারের ম্যাচ খেলবে। অর্থাৎ মোট ১০ ওভারের খেলা হবে।

আর যদি রবিবারের মতন সোমবারও ম্যাচ না হয়, তাহলে নিয়ম অনুসারে, কোনওভাবে ম্যাচে একটাও বল না হলে, লিগ পর্বে যারা এগিয়ে ছিল তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেদিক থেকে দেখতে গেলে আবারও চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স। কারণ লিগ পর্বে ১০টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্বের খেলা শেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮ ম্যাচে ৮টি জয় সহ মোট ১৭ পয়েন্ট ছিল চেন্নাইয়ের ঝুলিতে।

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল রবিবারের আইপিএলের ফাইনাল, ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে


 

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...