Thursday, August 21, 2025

নেতাজির জন্মস্থান সোনারপুর! ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে শুভেন্দুকে, দাবি তৃণমূলের

Date:

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মভূমি সোনারপুর (Sonarpur)! বিজেপির রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে একবার নয়, বার বার এমনই দাবি করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি হয়ে তাঁর এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দুর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আসলে নেতাজির অপমান। ইতিহাসকে বিকৃত করেছে শুভেন্দু। এই বাংলার নেতা হয়ে নেতাজির সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন বিরোধী দলনেতা। যা বাংলার লজ্জা। দেশের লজ্জা। ২৪ ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে, দাবি তৃণমূলের (TMC)।

আজ, সোমবার তৃণমূল ভবনে সংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এ প্রসঙ্গে কুণাল বলেন, “লজ্জা। লোডশেডিংয়ে জেতা বেইনান, গদ্দার শুভেন্দু বলছে, সোনারপুর নাকি নেতাজির জন্মস্থান। এর আগে দিল্লির একনেতা শান্তিনিকেতনে গিয়ে বলেন, সেটা নাকি রবীন্দ্রনাথের (Rabindra Nath) জন্মস্থান। আবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহজপাঠ ও বর্নপরিচয় গুলিয়ে ফেলেন। শুভেন্দু যে কাজ করেছে তার জন্য ক্ষমা চাইবে না? নেতাজিকে অপমানের সামিল। ২৪ ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে।”

কুণালের সংযোজন, “সোনারপুরে দাঁড়িয়ে শুভেন্দু বার বার বলল নেতাজির জন্ম সোনারপুরে। মূর্খ এটাও জানে না নেতাজির জন্ম কটকে। সুভাষগ্রামে তাঁদের একটি পারিবারিক বাড়ি ছিল। বাংলার নেতা সাজবে, আর নেতাজির জন্মস্থান জানবে না, এসব ছাগল দিয়ে লাঙল চাষ হয় নাকি? মিডিয়া, সোশ্যাল মিডিয়া নীরব কেন? অন্য কেউ বললে তো এতক্ষণে রে রে কাণ্ড ঘটে যেতো। শুভেন্দুর বেলায় চুপ কেন?”

ঘটনা ঠিক কী? গতকাল, রবিবার সোনারপুরের ঢালাই ব্রিজ থেকে রাজপুর হয়ে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা করেন দলবদলুর বিজেপি নেতা শুভেন্দু। একটি পথসভাও করেন তিনি। সেখানে তৃণমূলের দুই মহিলা বিধায়ক ফেরদৌসি বেগম ও লাভলি মৈত্রকে নিয়ে কুৎসা করেন। সেই সঙ্গে দাবি করেন, “‘সোনারপুর হলো নেতাজির জন্মস্থান। এটি নেতাজির পুণ্যভূমি। আর সেই কারণেই মানুষ সোনারপুরকে (Sonarpur) শ্রদ্ধা করে।”

শুভেন্দু মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই নীচে বিজেপির কর্মীদের একাংশের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে বলতেও শোনা যায়, সোনারপুরে নেতাজির জন্ম নয়, তাঁর জন্মস্থান ওডিশার কটকে। সোনারপুরের সুভাষগ্রামের কাছে কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি আছে। যদিও তারপরেও একাধিকবার সোনারপুরকেই নেতাজির জন্মস্থান বলে উল্লেখ করেন শুভেন্দু। এবার তা নিয়েই আসরে নামল শাসক দল।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version