Saturday, August 23, 2025

মাঝ আকাশে বিপত্তি! জরুরি অবতরণ বায়ু সেনার অ্যাপাচে হেলিকপ্টারের

Date:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। যার জেরে জরুরি অবতরণ(Emargency Landing) করতে হল বায়ুসেনার(Air Force) অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টারকে(Apache Helicopter)। সোমবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(MadhyaPradesh) ভিন্ড এলাকায়। প্রযুক্তিগত সমস্যার দুর্ঘটনার মুখে পড়া হেলিকপ্টারটিকে তড়িঘড়ি অবতরণ করানোয় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।

বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রুটিন উড়ানের সময় আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ‘Apache AH-64’-এ যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। বাধ্য হয়ে একটি ময়দানে চপারটিকে নামিয়ে দেন তিনি। তবে এই ঘটনায় কেউ জখম হননি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বায়ুসেনার উদ্ধারকারী দল। দ্রুত মেরামত শেষ করে চপারটিতে রওনা করা হবে। উল্লেখ্য, বায়ুসেনার এই হেলিকপ্টার বিশ্বের সবচেয়ে আধুনিক হেলিকপ্টারের মধ্যে একটি। বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলি। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লংবো ফায়ার কন্ট্রোল রাডার। মুহূর্তের মধ্যে শত্রু শিবিরকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই কপ্টারকে ‘ট্যাঙ্ক কিলার’ও বলা হয়। ২২টি অ্যাপাচে কপ্টার কেনা নিয়ে মার্কিন সরকার ও বোয়িংয়ের সঙ্গে ভারত সরকারের কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালে ভারতের হাতে আসে অ্যাপাচে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version