Monday, August 25, 2025

বিনেশ-সাক্ষীদের উপর পুলিশের হে.নস্থা, মুখ খুললেন নীরজ-সুনীল-ইরফান পাঠানরা

Date:

গতকাল আন্দলনকারী কুস্তিগিরদের ওপর পুলিশের হামলা নিয়ে এবার সরব হলেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, বিজেন্দ্র সিংরা। বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনায়াদের যেভাবে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চুপ থাকতে পারলেন না সুনীল-নীরজ-ইরফান পাঠানরা।

অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া টুইট করে লেখেন, এটি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এর থেকে আরও ভালো উপায় ছিল এটি সামলানোর।”

ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন,”কেন কোনও কারণ ছাড়াই আমাদের কুস্তিগিরদের এভাবে হেনস্থা করা হল। এভাবে কাউকে হেনস্থা করা ঠিক নয়। আমি আশা করব এই পুরো পরিস্থিতিটা যেভাবে সমাধান হওয়া উচিৎ সেভাবে হোক।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করে লেখেন, “আমি খুবই হতাশ অ্যাথলিটদের এমন ছবি দেখে। যত দ্রুত সম্ভব দয়া করে এটির সমাধান করুন।”

তারকা বক্সার বিজেন্দর সিং টুইট করে লেখেন, “একদিকে নয়া সংসদ ভবনের অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরদের আটক করা হচ্ছে। বাহ রে গণতন্ত্র।”

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের উপর যৌ.ন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। সেই কারণে নব পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন, সেখানে মিছিল করে যাওয়ার প্রয়াস করেছিলেন তারা। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকায় এবং গ্রেফতারও করে। দেশের হয়ে পদক আনা কুস্তিগিরদের হেনস্থা করেন তারা।

এদিকে কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল দিল্লির পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরে আর ধর্না দিতে পারবেন না কুস্তিগিররা। এই নিয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, “কুস্তিগিররা যদি আবার অবস্থানে বসার জন্য আবেদন করেন, তা হলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও তাঁদের বসার অনুমতি দেওয়া হবে।”

আরও পড়ুন:সোমবার রিজার্ভ ডে-তে IPL ফাইনাল, কী বলছে আবহওয়া, খেলা না হলে কে হবে চ‍্যাম্পিয়ন?

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version