Sunday, May 4, 2025

দিল্লির (Delhi) রাজপথে কুস্তিগিরদের (Wrestlers) হেনস্থার প্রতিবাদ। ঘটনার আঁচ ছড়িয়ে পড়ল শহর কলকাতাতেও (Kolkata)। সোমবার দুপুরে যেমন এসইউসিআইয়ের (SUCI) বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায়। এদিন দুপুরে রাজভবন অভিযান করেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকেরা। আর এই অভিযানকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। এদিন পুলিশি বাধা সত্ত্বেও জোর করে রাজভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় এসইউসিআই কর্মী-সমর্থকদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে এদিন শুধু এসইউসিআই নয় কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে এদিন পথে নামে বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।

এদিন বিকেলে মৌলালি মোড় থেকে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত ডিওয়াইএফআই-এর মিছিল হয়। কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিনের মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দাবি জানান হয়, রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhushan Sharan Sungh) বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দলনে নামবে। পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও একই ইস্যুতে পথে নামেন ডিওয়াইএফআই-এর সমর্থকরা।

উল্লেখ্য, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিরেরা। রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবারই ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েতের’ ডাক দিয়েছিলেন কুস্তিগিরেরা। নতুন সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা। তাঁদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তার পরেই তুলকালাম কাণ্ড ঘটে। মূলত, রাজ্যপালকে যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়োগ করে, সেকারণেই এদিন রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এসইউসিআই।

 

 

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version