Monday, November 10, 2025

দিল্লির আঁ.চ এবার কলকাতায়! কুস্তিগিরদের হে.নস্থার প্রতিবাদে পথে SUCI-DYFI

Date:

দিল্লির (Delhi) রাজপথে কুস্তিগিরদের (Wrestlers) হেনস্থার প্রতিবাদ। ঘটনার আঁচ ছড়িয়ে পড়ল শহর কলকাতাতেও (Kolkata)। সোমবার দুপুরে যেমন এসইউসিআইয়ের (SUCI) বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায়। এদিন দুপুরে রাজভবন অভিযান করেন এসইউসিআইয়ের কর্মী-সমর্থকেরা। আর এই অভিযানকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। এদিন পুলিশি বাধা সত্ত্বেও জোর করে রাজভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় এসইউসিআই কর্মী-সমর্থকদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে এদিন শুধু এসইউসিআই নয় কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে এদিন পথে নামে বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই (DYFI)।

এদিন বিকেলে মৌলালি মোড় থেকে দীনেশ মজুমদার ভবন পর্যন্ত ডিওয়াইএফআই-এর মিছিল হয়। কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিনের মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দাবি জানান হয়, রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর (Brij Bhushan Sharan Sungh) বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দলনে নামবে। পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও একই ইস্যুতে পথে নামেন ডিওয়াইএফআই-এর সমর্থকরা।

উল্লেখ্য, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিরেরা। রবিবার দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবারই ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েতের’ ডাক দিয়েছিলেন কুস্তিগিরেরা। নতুন সংসদ ভবন পর্যন্ত পদযাত্রার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা। তাঁদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তার পরেই তুলকালাম কাণ্ড ঘটে। মূলত, রাজ্যপালকে যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়োগ করে, সেকারণেই এদিন রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এসইউসিআই।

 

 

 

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version