Saturday, August 23, 2025

মিলে গেল কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ ডিভিশন, DHFC-এর প্রতিপক্ষ এবার তিন প্রধান

Date:

মিলে গেল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ারের ‘এ’ ও ‘বি’ ডিভিশন। মঙ্গলবার আইএফএ-র লিগ কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন মরশুমে প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশিয়ে একটিই লিগ আয়োজন করা হবে। এর ফলে মোট ২৬টি দলকে নিয়ে হবে এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ। এবার প্রিমিয়ার ‘বি’ ডিভিশনে খেলার কথা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র। দুই ডিভিশন মিশে যাওয়ায় নতুন মরশুমে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধেও খেলার সুযোগ পেতে চলেছে ডায়মন্ড হারবার।

শুরু থেকেই প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশে যাওয়ার পক্ষে ছিল ডায়মন্ড হারবার। তাই আগেভাগেই শক্তিশালী দল গঠনের লক্ষ্যে নেমেছিল তারা। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, “লিগে এবার বিদেশি খেলবে না। বিদেশিরাই তো পার্থক্য গড়ে দেয়। স্বদেশিদের কাছে এবার নিজেদের প্রমাণ করার মঞ্চ। তাই মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে বলে আমরা চিন্তিত নই। বরং লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা মাঠে নামব। আমরা এবার ভাল দল গড়েছি। ভারতীয় মানের বেশ কিছু ভাল ফুটবলার আমরা নিয়েছি। আরও কয়েকজন নজরে রয়েছে। কিবু ভিকুনার কোচিংয়ে খুব ভাল অনুশীলন হচ্ছে। ডায়মন্ড হারবার কিন্তু চমক দিতে তৈরি।”

লিগের ফর্ম‍্যাট এখনও ঠিক হয়নি। তবে আইএফএ সূত্রে খবর, ২৬ দলকে নিয়ে মোট দু’টি গ্রুপ হবে। ১৩টি দল থাকবে একটি গ্রুপে। দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। আর নিচের দিকের ছ’টি দলকে নিয়ে হবে রেলিগেশন বা অবনমনের লড়াই। কেন এবার প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ ডিভিশনকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল? এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, “প্রথমত এবার বিদেশিহীন ঘরোয়া লিগ। দ্বিতীয়ত, সন্তোষ ট্রফিতে ব্যর্থতা নিয়ে যে পরামর্শদাতা কমিটি আমরা গড়েছিলাম, সেখানে প্রস্তাব দেওয়া হয়, দলগুলো যাতে অন্তত ২০টি করে ম্যাচ খেলতে পারে। প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশে যাওয়ায় সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারব।”

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কুম্বলে-হরভজন


 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version