Wednesday, November 5, 2025

মমতার পর এবার কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতায় কেজরির পাশে ইয়েচুরি

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) আগেই সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram yechury)। মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারামের সঙ্গে সাক্ষাৎ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিনের বৈঠকে সীতারাম ইয়েচুরি ছাড়াও উপস্থিত ছিলেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট-সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বে। কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সিপিআইএমের সমর্থন চান কেজিওয়াল।

সিপিএম নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর কেজরিওয়াল বলেন, “সিপিআইএম কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে দিল্লি সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” পাশাপাশি সীতারাম ইয়েচুরি বলেছেন, “কেন্দ্রের আনা অধ্যাদেশের আমরা নিন্দা করেছি। এটি অসাংবিধানিক। এটাও আদালত অবমাননার শামিল। আমরা সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসকে আমাদের সংবিধান বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাই।”

উল্লেখ্য, দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণের রাশ দিল্লির মুখ্যমন্ত্রীর হাতেই থাকবে বলে রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শাসন ক্ষমতা বাগাতে তৎপর হয়েছে কেন্দ্রের মোদি সরকার। আসন্ন সংসদ অধিবেশনে অর্ডিন্যান্স আনার পরিকল্পনা করেছে মোদি সরকার। এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে দিল্লির আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরি চলে যাবে কেন্দ্রের হাতে। এরই বিরোধিতায় সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন- ‘শিশিরবাবু আপনি তৃণমূলে নাকি বিজেপিতে?’ অধিকারী পরিবারকে তুলোধনা অভিষেকের

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...