Wednesday, November 12, 2025

খেজুরিতে মৎসজীবীদের সমস্যার সমাধানের আশ্বাস অভিষেকের, অধিকারীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ স্থানীয়দের

Date:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নানা জায়গায় তাঁকে সমস্যার কথা জানাচ্ছেন স্থানীয়রা। আর খুব দ্রুত তা সমাধানও হচ্ছেন। বুধবার, খেজুরির (Khejuri) বোগারও মৎসজীবীরা নিজেদের সমস্যার কথা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। অভিযোগ, অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন অভিষেক। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাঁদের ঐক্যবদ্ধভাবে গর্জে ওঠার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জনসংযোগ যাত্রায় এদিন বেরিয়ে প্রথমে দেশপ্রাণ বীরেন শাসমলের (Biren Shasmal) বাড়িতে গিয়ে তাঁর শ্রদ্ধা জানান অভিষেক। তার পর বসন্তিয়াতে রোড শো করেন। অন্যান্য জায়গার মতো সেখানও রোড শো-এ জনজোয়ার। রোড শো-এর পর খেজুরির বোগারে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তাঁকে সামনে পেয়ে সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মৎসজীবীরা। তাঁদের অভিযোগ, গত কয়েক বছরে অধিকারী অ্যান্ড কোং এই মৎসজীবীদের জন্য কিছুই করেননি। কোনও কথা রাখেনি। যা যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিলেন তার কোনও কথাই রাখেননি। মৎসজীবীদের (Fishermen) জন্য বিধানসভা বা সংসদে কোনওদিন মুখ খুলতেও দেখা যায়নি তাঁদের-অভিযোগ রবীন্দ্রনাথ বর, অজিত কুমার দত্তর মতো মৎসজীবীদের। কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ উগরে তাঁরা বলেন, আমরা এখানে কোনও সুযোগ সুবিধা পাই না। কেন্দ্রীয় সরকার তাঁদের সবদিক থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ মৎস্যজীবীদের।

সম্প্রতি রাজ্য সরকার মৎসজীবীদের জন্য বিশেষ পিভিসি কার্ড করেছে। তা থেকে কিছু সাহায্য পান তাঁরা। সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানান। তবে, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও স্থানীয় রসুলপুর নদীর ওপর ব্রিজ তৈরি হয়নি। এর জন্য মাছ নিয়ে যাওয়ার সমস্যা হয়। দেরি হওয়ায় মাছ পচে যায়। দাম পাওয়া যায় না। রয়েছে জালের সমস্যাও। সব শুনে তাঁদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন অভিষেক। একই সঙ্গে মৎসজীবীদের এক প্রতিনিধিদলকে রাজ্যের বনমন্ত্রীর সঙ্গে আলোচনা করারও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- নজরে নির্বাচন: জুনে বঙ্গ সফরে ৩ হেভিওয়েট ‘ভোট পাখি’ মোদি-শাহ-নাড্ডা

 

Related articles

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...
Exit mobile version