Saturday, May 3, 2025

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। বলেন মোদি ও তার সরকারের থাকা লোকেরা ‘সবজান্তা’। শুধু তাই নয় আরো বললেন, ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি ঈশ্বরকেও দ্বিধায় ফেলে দেবেন।

মঙ্গলবারই আমেরিকার(America) সান ফ্রান্সিসকোয় পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখানে ক্যালিফোর্নিয়া এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই ব্রহ্মাণ্ড চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।” এরপর প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে রাহুল গান্ধী বলেন, “এটাই সেই ভারত, যার আপনারা প্রতিনিধিত্ব করেন। এই মূল্যবোধের সঙ্গে একমত না হলে আপনারা এখানে পৌঁছতে পারতেন না। যদি আপনারা রাগ, ঘৃণা ও অবজ্ঞাকে প্রাধান্য দিতেন, তাহলে এখন বিজেপির বৈঠকে বসে থাকতে হত। আর আমিও ‘মন কি বাত’ করতাম।”

বিজেপিকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী জানান, “এরপর আমাকে বলা হবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এটা বিজেপিতে চলে না। কোনও প্রশ্ন নয়, কেবলই জবাব… ” উল্লেখ্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি জমানায় দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন রাহুল।

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version