Thursday, August 21, 2025

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত । এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত সেখানে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড়। ভারত চাইছে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের। পাকিস্তান আবার এশিয়া কাপের আয়োজনের একটি ‘হাইব্রিড মডেল’ সামনে এনেছে। যেটির অর্থ, এশিয়া কাপ পাকিস্তান ও অন্য একটি নিরপক্ষে ভেন্যু মিলিয়ে আয়োজন। হাইব্রিড মডেলে পাকিস্তানে এশিয়া কাপ হলেও ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মডেলে অবশ্য রাজি নয় বিসিসিআই। তারা চায়, সম্পূর্ণ এশিয়া কাপই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।
এশিয়া কাপ নিয়ে এই চাপানউতোরের মধ্যে পাকিস্তান আগেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে। আগামী অক্টোবরে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তাহলে তারাও ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে।এই পরিস্থিতিতে ১৫ বছর পর আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পাকিস্তান সফর করছেন। সেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে। আইসিসি সভাপতির সঙ্গে আলোচনায় নতুন আর্থিক মডেলে নিজেদের আর্থিক ভাগ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে পিসিবি।
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। তবে পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ হিসেবে ভারত বলছে সরকারি অনুমতি না পাওয়া। পাকিস্তানও এখন পাল্টা যুক্তিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে সরকারি অনুমতির কথা সামনে আনছে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই বলেছিলেন এ কথা। পাকিস্তান সরকার যদি অক্টোবরে তাদের জাতীয় ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সে ক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে। এখন দেখার এই স্নায়ুর যুদ্ধে শেষ হাসি কে হাসে।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version