এবার কি বলিউডে আসছেন শুভমন গিল!

আসলে একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের এই তরুণ তুর্কি তাঁর অভিনয় প্রীতির কথা জানিয়েছিলেন। মানে ক্রিকেট ছাড়া আর অন্য কোনও কিছুতে যদি তাঁর ইন্টারেস্ট থাকে তবে সেটা বলিউড।

আইপিএল ২০২৩-এর (IPL 2023) সবথেকে বড় তারকা গুজরাট টাইটান্স-এর শুভমন গিল (Shubman Gill)। সচিন কন্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়েছে গোটা সিজনে। বিজ্ঞাপনেও অন্যতম মুখ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা (Indian Cricket Player)। যেভাবে একের পর এক চারের বন্যা বইয়ে দিয়েছেন তাতে সবচেয়ে বেশি বাউন্ডারির মালিক হিসেবে ১০ লক্ষ টাকা জিতে নেওয়া যেন তাঁর জন্যই নির্ধারিত ছিল। আইপিএলের বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুলেছেন, ইতিমধ্যেই মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে। তাই এবার কি নতুন চমক দিতে বলিউডে (Bollywood) আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমন (Shubman Gill)? বাড়ছে জল্পনা।

আসলে একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের এই তরুণ তুর্কি তাঁর অভিনয় প্রীতির কথা জানিয়েছিলেন। মানে ক্রিকেট ছাড়া আর অন্য কোনও কিছুতে যদি তাঁর ইন্টারেস্ট থাকে তবে সেটা বলিউড। গিল বলেছেন, “আমি অভিনয় স্কিল শিখতে চাই। আমি নিশ্চিত ভাবে জানি না যে আমি কোনও ছবি করব কিনা, করতেও পারি, আবার করতে নাও পারি। কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিতবোধ করব যদি আমি এই স্কিল শিখতে পারি।” যদিও অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের মঞ্চে পা রাখছেন ভারতীয় দলের ক্রিকেট তারকা। বর্তমান ভারতীয় টিমের মধ্যে তিনিই প্রথম প্লেয়ার, যিনি একটি নামী হলিউড ফ্র্যাঞ্চাইজ়ির জন্য ডাবিং করেছেন। ভারতীয় স্পাইডারম্যান ছবিতে পাঞ্জাবি এবং হিন্দি ভাষায় গিলের ভয়েস ওভার শোনা যাবে প্রেক্ষাগৃহে। এই প্রসঙ্গে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে করছেন তারকা। যদিও আপাতত হিন্দি সিনেমায় অভিনয় করবেন বলে কোনও তথ্য নেই। তবে ২২ গজের গণ্ডি ছাড়িয়ে অভিনয়ের ওয়ার্কশপ করতে আগ্রহ দেখিয়েছেন শুভমন।