Friday, November 14, 2025

আইপিএল ২০২৩-এর (IPL 2023) সবথেকে বড় তারকা গুজরাট টাইটান্স-এর শুভমন গিল (Shubman Gill)। সচিন কন্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়েছে গোটা সিজনে। বিজ্ঞাপনেও অন্যতম মুখ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা (Indian Cricket Player)। যেভাবে একের পর এক চারের বন্যা বইয়ে দিয়েছেন তাতে সবচেয়ে বেশি বাউন্ডারির মালিক হিসেবে ১০ লক্ষ টাকা জিতে নেওয়া যেন তাঁর জন্যই নির্ধারিত ছিল। আইপিএলের বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুলেছেন, ইতিমধ্যেই মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে। তাই এবার কি নতুন চমক দিতে বলিউডে (Bollywood) আত্মপ্রকাশ করতে চলেছেন শুভমন (Shubman Gill)? বাড়ছে জল্পনা।

আসলে একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের এই তরুণ তুর্কি তাঁর অভিনয় প্রীতির কথা জানিয়েছিলেন। মানে ক্রিকেট ছাড়া আর অন্য কোনও কিছুতে যদি তাঁর ইন্টারেস্ট থাকে তবে সেটা বলিউড। গিল বলেছেন, “আমি অভিনয় স্কিল শিখতে চাই। আমি নিশ্চিত ভাবে জানি না যে আমি কোনও ছবি করব কিনা, করতেও পারি, আবার করতে নাও পারি। কিন্তু আমি সত্যিই উচ্ছ্বসিতবোধ করব যদি আমি এই স্কিল শিখতে পারি।” যদিও অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের মঞ্চে পা রাখছেন ভারতীয় দলের ক্রিকেট তারকা। বর্তমান ভারতীয় টিমের মধ্যে তিনিই প্রথম প্লেয়ার, যিনি একটি নামী হলিউড ফ্র্যাঞ্চাইজ়ির জন্য ডাবিং করেছেন। ভারতীয় স্পাইডারম্যান ছবিতে পাঞ্জাবি এবং হিন্দি ভাষায় গিলের ভয়েস ওভার শোনা যাবে প্রেক্ষাগৃহে। এই প্রসঙ্গে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে করছেন তারকা। যদিও আপাতত হিন্দি সিনেমায় অভিনয় করবেন বলে কোনও তথ্য নেই। তবে ২২ গজের গণ্ডি ছাড়িয়ে অভিনয়ের ওয়ার্কশপ করতে আগ্রহ দেখিয়েছেন শুভমন।

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version