Wednesday, August 27, 2025

আইপিএল ট্রফি জয়ের পর অন‍্য মেজাজে ক‍্যাপ্টেন কুল, মাহির হাতে ভগবৎ গীতা

Date:

সদ‍্য ২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন হয়েছেন। এই জয়ের ফলে পাঁচ আইপিএল ট্রফি ঘরে তোলে চেন্নাই সুপার কিংস। এই জয়ের পরই প্রশ্ন ওঠে তাহলে কি এবার আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মহেন্দ্র সিং ধোনি। সেই জল্পনার অবসান ঘটিয়ে ধোনি জানিয়েছেন এখনই অবসর নয়, সামনের মরশুমের আইপিএল-ও খেলবেন তিনি। আর তার জন‍্য কঠিন পরিশ্রমও করবেন বলে জানিয়েছেন ক‍্যাপ্টেন কুল। আর এরই মাঝে ধোনিকে দেখা গেল একেবারে অন‍্য মেজাজে। ধোনির হাতে ভগবৎ গীতা। হ্যাঁ, পঞ্চমবার আইপিএল জয়ের পর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে যাওয়ার সময় ধোনিকে দেখা গেল ভগবৎ গীতা হাতে!

সূত্রের খবর, বৃহস্পতিবারই ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে। আইপিএল জেতার পরেই আহমেদাবাদ থেকে মুম্বইয়ে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। আর জানা যাচ্ছে, বৃহস্পতিবার হবে মাহির অস্ত্রোপচার। আর তারই আগে ধোনির হাতে ভগবৎ গীতা।বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় যেখানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনিকে গাড়িতে বসে ভগবৎ গীতা পাঠ করতে দেখা গিয়েছে। ছবিতে সহজেই দেখা যায় ধোনি ভগবৎ গীতা হাতে ধরে গাড়িতে বসে রয়েছেন।

গোটা আইপিএলে বাঁ হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলে গিয়েছেন ধোনি। কিন্তু কিপিং বা ব্যাটিং করা থামাননি। যদিও উইকেটের মাঝামাঝি দৌড়নোর সময় তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছে। এদিকে বুধবার এক ওয়েবসাইটে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “ধোনি বাঁ হাঁটুর জন্য চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। অস্ত্রোপচার করার পরামর্শ দেবেন কি না সেটা বোঝা যাবে রিপোর্ট আসার পর। ধোনি সিদ্ধান্ত নেবেন যে তিনি অস্ত্রোপচার করাবেন কি না।”

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়াল আইওসি, বিনেশ-সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version