Saturday, November 8, 2025

ম.রদেহের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ সংবিধানে অ.পরাধযোগ্য নয়! বি.স্ফোরক দাবি কর্নাটক হাই কোর্টের

Date:

মরদেহের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ (Sexual Assault) ভারতীয় সংবিধানে অপরাধযোগ্য নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী এটিকে অপরাধ হিসেবে কোনওভাবেই গণ্য করা হয় না। এমনই যুক্তি খাঁড়া করল কর্নাটক হাই কোর্ট (Katnataka High Court)। জানা গিয়েছে, গত বুধবার ২৫ বছর বয়সি এক তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগ ওঠে। আর সেই মামলার শুনানি চলছিল হাইকোর্টে। কিন্তু আশ্চর্যজনকভাবে হাইকোর্ট অভিযুক্তকে শুধুমাত্র খুনের দায়ে দোষী সাব্যস্ত করে। তবে ধর্ষণের জন্য অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে। আর হাই কোর্টের এমন সিদ্ধান্তের পরেই চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে সিদ্দারামাইয়ার (Siddaramaiah) রাজ্যের হাই কোর্টকে।

এদিকে হত্যার পর ওই নারীকে যৌন নির্যাতনের জন্য অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কর্নাটকের নিম্ন আদালত। তবে হাইকোর্ট সাফ জানিয়েছে, মরদেহের উপর যৌন নির্যাতনকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা (অস্বাভাবিক যৌনাচার) দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারণ, এই বিষয়ে আইনে নির্দিষ্ট করে কিছু বলা নেই। আর সেকারণেই বিষয়টি কেন্দ্রীয় সরকারকে চিন্তাভাবনার পরামর্শ দিয়ে কর্ণাটক সরকারকে বেশ কিছু নির্দেশ দিয়েছে সে রাজ্যের হাই কোর্ট। নির্দেশনায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৬ মাসের মধ্যে সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গগুলোতে, যেখানে মরদেহ সংরক্ষণ করা হয়, সেখানে সিসিটিভি বসাতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অনেক সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে মরদেহ পাহারা দেওয়ার জন্য নিযুক্তদের কেউ কেউ মরদেহের সঙ্গে আপত্তিজনক আচরণ করেন বলে অভিযোগ। এই মানসিক বিকারকে বলা হয় ‘নেক্রোফিলিয়া’ (Necrophilia)। কর্ণাটক হাইকোর্ট এই ‘নেক্রোফিলিয়া’ সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশটির কেন্দ্রীয় সরকারকে ভারতীয় দণ্ডবিধি সংশোধনের জন্য সুপারিশ করেছেন। নেক্রোফিলিয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধিতে নতুন আইন আনারও কথা বলেন বিচারপতি ভি বিরাপ্পা এবং বিচারপতি নায়েকের ডিভিশন বেঞ্চ।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version