Friday, January 30, 2026

উচ্চশিক্ষায় বাধা হবে না অর্থাভাব, পাশে রাজ্য: প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উচ্চশিক্ষায় বাধা হবে না দারিদ্র্য। সরকার সব রকম ব্যবস্থা করছে। বৃহস্পতিবার, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, একজন পড়ুয়ারও উচ্চশিক্ষায় (Higher Education) অর্থাভাব বাধা হয়ে দাঁড়াবে না। সবরকম সাহায্য করবে রাজ্য সরকার- জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শিক্ষা দফতরে লেটার বক্স চালুর পরামর্শ দেন রাজের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ অন্যান্য়রা।

এদিন বিশ্ব বাংলা মিলন মঞ্চে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতী পড়ুয়াদের সঙ্গে নিজে গিয়ে কথা বলেন। জানতে চান তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। এর পরই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, উচ্চশিক্ষার স্বপ্ন সফল করতে চিন্তা করতে হবে না অভিভাবকদের। কারণ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অল্প সুদে ঋণ পাবেন পড়ুয়ারা। যার গ্যারান্টার খোদ রাজ্য সরকার। একই সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী-সহ তরুণদের জন্য জনহিতকর রাজ্য সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্নাতকস্তরে তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য ফের ভর্তি চালুর করার কথা বলতে।

এর পাশাপাশি শিক্ষা দফতরে একটি লেটার বক্স রাখার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান সেই লেটার বক্সে পড়ুয়ারা তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যের পড়ুয়াদের মেধা যা আছ, তা দিয়েই তাঁরা বিশ্ব জয় করবেন।

এরপরেই মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় নীতি মেনে রাজ্যেও ৪ বছরের ডিগ্রি কোর্স এবং ১ বছরের স্নাতকোত্তর করা হবে রাজ্যে। তাঁর কথায়, “কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। স্নাতকোত্তর করা যাবে ১ বছরেই। জাতীয় ক্ষেত্রে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায়,সেই জন্যই এই সিদ্ধান্ত।“

 

 

 

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...