Monday, November 3, 2025

কর্নাটকের দেখানো পথেই মানুষের মন জয়ের চেষ্টা! ভোটের আগেই বড় ঘোষণা গেহলটের

Date:

ভোটের মুখে বড় ঘোষণা। এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল গেহলট সরকার। কর্নাটকের দেখানো পথেই এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা (Free Electric Service) দেওয়ার কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। জানা গিয়েছে, বিদ্যুতের বিল দিতে গরিব মানুষদের কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। এবার সেই কথা মাথায় রেখেই গরিব ও মধ্যবিত্ত পরিবারের প্রতি সহানুভূতিশীল গেহলট বিদ্যুৎ পরিষেবার বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করেন, রাজ্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ত্রাণ শিবিরের পর্যবেক্ষণ এবং জনসাধারণের সঙ্গে কথা বলার পর জানা গিয়েছে, বিদ্যুৎ বিলের স্ল্যাব-ভিত্তিক ছাড়ে সামান্য পরিবর্তন করা উচিত। মে মাসের বিদ্যুৎ বিলের জ্বালানি সারচার্জ নিয়েও জনগণ নিজেদের মতামত জানিয়েছেন। যার ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল শূন্য আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ তাদের কোনও বিল পরিশোধ করতে হবে না। পাশাপাশি যেসব পরিবার প্রতি মাসে ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে   তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যতই বিল আসুক না কেনও প্রথম ১০০ ইউনিটের জন্য তাদের কোনও বিদ্যুতের বিল দিতে হবে না।

 

পাশাপাশি যেসব গ্রাহক প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে এবং ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ফিক্সড চার্জ, জ্বালানি সারচার্জ এবং অন্যান্য সব চার্জ মুকুব করা হবে। সম্প্রতি রাজস্থানের কংগ্রেস সরকার, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা করেছে। উল্লেখ্য, বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষিত বেকারদের ভাতা, মৎসজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো পাঁচ দফা প্রতিশ্রুতিতেই কর্ণাটকে বাজিমাত করেছে কংগ্রেস। উল্লেখ্য, চলতি বছরেই বিধানসভা নির্বাচন (Assembly Election Rajasthan) রয়েছে রাজস্থানে। ঠিক তার আগেই রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে কিনা, তা সময় বলবে।

 

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version