Sunday, May 4, 2025

গাছের ফল হাতে দিয়ে অভিষেককে আর্শীবাদ বৃদ্ধার, আবেগে ভাসল নন্দকুমার-মহিষাদল-ময়না

Date:

মণীশ কীর্তনিয়া, পূর্ব মেদিনীপুর

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার তিনি নন্দকুমারে রোড শো করার পরে যান মহিষাদলে। সেখানে স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত এবং সুশীলকুমার ধাড়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। স্থানীয় বৃদ্ধা নিজের গাছের জামরুল তুলে দেন অভিষেকের হাতে।

মহিষাদলে তীব্র গরম। তার মধ্যে হুইল চেয়ারে ঠায় বসে ছিলেন স্থানীয় বাসিন্দা ৭৬ বছর বয়সী ঝর্না মিত্র (Jharna Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তিনি। তাঁকে দেখেই এগিয়ে এসে প্রণাম করেন অভিষেক। তাঁকে দুহাত তুলে আর্শীবাদ করেন বৃদ্ধা। বলেন, তোমার সঙ্গে দেখা করে আমি ধন্য। তুমি আমার নাতির মতো। তোমায় অনেক আশীর্বাদ করি। অভিষেকের হাতে গাছে দুটি জামরুল তুলে দেন ঝর্না দেবী। তাঁর অসুস্থতার সম্পর্কে বিশদে জানতে চান অভিষেক। সম্মানের সঙ্গে সেই উপহার গ্রহণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ঘটনার কথা নিজের ফেসবুক পেজে লেখেন। “আজ এক বিরল ঘটনা আমার স্মৃতির মণিকোঠায় আজীবন স্থান করে থাকবে। রোড শো চলাকালীন এক বিশেষভাবে সক্ষম বৃদ্ধা আমার দিকে এগিয়ে আসেন। পরম মমতায় তিনি আমার দিকে এগিয়ে দেন তাঁর গাছের কয়েকটি ফল। শুধু আমাকে এই ফলগুলি দেবেন বলে ঘণ্টার পর ঘণ্টা তিনি নিজের শারীরিক কষ্ট ভুলে আমার জন্য অপেক্ষা করেছিলেন! এই উপহার আমার কাছে পরম আশীর্বাদ তুল্য। উপহারটি পেয়ে আমার অন্তরাত্মা যে কতখানি তৃপ্ত হয়েছে, তা কথায় প্রকাশ করা দুঃসাধ্য।“

এদিন স্বাধীনতা সংগ্রামী সুশীল ধাড়ার বংশধরদের সঙ্গে দেখা করেন অভিষেক। রাজ্যের শাসকদলের প্রতি তাঁদের আস্থার কথা জানান তাঁরা। এদিন, নন্দকুমার, মহিষাদল, ময়না-তে রোড শো করেন অভিষেক। রাস্তায় দুধারে জনতার ঢল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একবার দেখবেন বলে প্রখর রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা।

আরও পড়ুন- হলদিয়াকে লুটেছে শুভেন্দু, নন্দীগ্রামেও চুরি করে জিতেছে! দাবি লক্ষ্মণ শেঠের

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version