Wednesday, January 21, 2026

গ্রেফতারির পর প্রথমবার তিহাড় জেলে অনুব্রত-সুকন্যার সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদের

Date:

Share post:

দুর্নীতি সামনে আসতেই তড়িঘড়ি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেঁটে ফেলে তৃণমূল। কিন্তু অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার প্রতি এখনও সহানুভূতিশীল বাংলার শাসক দল তৃণমূল। গরুপাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেল-ই ঠিকানা বাবা-মেয়ের। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মন্ডলের। সেই আবহে দাঁড়িয়ে এবার তিহাড় যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। ২ সদস্যের প্রতিনিধি দলে আছেন সাংসদ দোলা সেন ও অসিত মাল। জেলে গিয়ে তাঁরা অনুব্রত ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করবেন।

এর আগে তৃণমূল নেত্রী থেকে শুরু করে অনেকেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দলগতভাবে অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দেন। তবে অনুব্রত গ্রেফতার হওয়ার পর এই প্রথম দলের তরফে কেউ জেলে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আজ শুক্রবার সকালে দেখা করার সময় নির্দিষ্ট হয়েছে। মাত্র এক ঘণ্টার জন্য অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন তারা।

আনুব্রত এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পদে বহাল। তাঁকে সাংগঠনিক পদ থেকেও সরায়নি তৃণমূল। আর দল থেকে বরখাস্ত করার তো প্রশ্ন-ই ওঠে না! বরং, দল যে অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনকি কেষ্টহীন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূমের সাংগঠনিক দায়িত্বভারও নিজে কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:Hooghly: ভোরে ডিমব্যবসায়ীকে গু.লি, এখনও অধরা দু.ষ্কৃতীরা

 

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণধর্ষণের সাক্ষী অসুস্থ বৃদ্ধাকে গ্রেফতার CBI-এর, গদ্দারকে কটাক্ষ তৃণমূলের

নির্বাচনের আগে মোদি সরকারের এজেন্সি খেলা শুরু। এবার অভিযোগ সেমসাইডের। নন্দীগ্রামে (Nandigram) বিজেপির ইন্দুবালা দাসকে গ্রেফতার করল সিবিআই।...

‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’, নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা

বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করল রাজ্য সবলা...

এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন! ষড়যন্ত্র ফাঁস বাংলাপক্ষ-র

সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল তিন দিনের মধ্যে রাজ্যের সমস্ত লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। আর সেই তালিকা...

বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ – কোনও প্রচেষ্টাই ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী...