শহরে ইডির ‘বড়কর্তা’, CGO কমপ্লেক্সে বৈঠকে সঞ্জয় মিশ্র!

ইডি যে সমস্ত আর্থিক দুর্নী.তির তদ.ন্ত করছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, তার রিপোর্টও তলব করার কথা রয়েছে।

নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে একের পর এক গ্রেফতারি চলেছে। সর্বশেষ সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পরে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি (ED)। ঠিক এই পরিস্থিতিতেই কলকাতায় এলেন ইডির প্রধান । বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রধান সঞ্জয় মিশ্র (Sanjay Mishra)। সেখানে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। শুক্রবার সকালে ইডির বড়কর্তা সল্টলেকে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছে যান ।

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গতিপ্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। মুখ পুড়েছে ইডির। সেই কারণেই কি সঞ্জয় মিশ্র কলকাতায়, নাকি আরও বড় কোনও অপারেশন চালাবে তদন্তকারী সংস্থা তা নিয়ে জল্পনা বাড়ছে। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের সঙ্গে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন। পাশাপাশি, রাজ্যে ইডি যে সমস্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, তার রিপোর্টও তলব করার কথা রয়েছে। উল্লেখ্য সঞ্জয় মিশ্রকে গত নভেম্বরে তৃতীয়বারের জন্য ইডির প্রধান হিসাবে বহাল করেছে কেন্দ্র। আরও ১ বছরের জন্য ওই পদে সঞ্জয়ের কাজ করার মেয়াদ বাড়ানো হয়েছে।

 

Previous articleগ্রেফতারির পর প্রথমবার তিহাড় জেলে অনুব্রত-সুকন্যার সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদের
Next articleচাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোথায় বিনিয়োগ? সুজয়কৃষ্ণর কাছে সদুত্তর চাইছে ইডি