Thursday, August 21, 2025

গ্রেফতারির পর প্রথমবার তিহাড় জেলে অনুব্রত-সুকন্যার সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদের

Date:

দুর্নীতি সামনে আসতেই তড়িঘড়ি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেঁটে ফেলে তৃণমূল। কিন্তু অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার প্রতি এখনও সহানুভূতিশীল বাংলার শাসক দল তৃণমূল। গরুপাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেল-ই ঠিকানা বাবা-মেয়ের। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মন্ডলের। সেই আবহে দাঁড়িয়ে এবার তিহাড় যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। ২ সদস্যের প্রতিনিধি দলে আছেন সাংসদ দোলা সেন ও অসিত মাল। জেলে গিয়ে তাঁরা অনুব্রত ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করবেন।

এর আগে তৃণমূল নেত্রী থেকে শুরু করে অনেকেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দলগতভাবে অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দেন। তবে অনুব্রত গ্রেফতার হওয়ার পর এই প্রথম দলের তরফে কেউ জেলে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আজ শুক্রবার সকালে দেখা করার সময় নির্দিষ্ট হয়েছে। মাত্র এক ঘণ্টার জন্য অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন তারা।

আনুব্রত এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পদে বহাল। তাঁকে সাংগঠনিক পদ থেকেও সরায়নি তৃণমূল। আর দল থেকে বরখাস্ত করার তো প্রশ্ন-ই ওঠে না! বরং, দল যে অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনকি কেষ্টহীন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূমের সাংগঠনিক দায়িত্বভারও নিজে কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:Hooghly: ভোরে ডিমব্যবসায়ীকে গু.লি, এখনও অধরা দু.ষ্কৃতীরা

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version