বালি খাদানে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে লুট! গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ যুবনেতা

বিজেপির যুবনেতা বিকাশ দলবল নিয়ে একটি খাদানের অফিসে হানা দেন। বিধায়কের নাম করে লক্ষাধিক টাকা দাবি করে

ফের তোলাবাজির অভিযোগ বিজেপির এক যুবনেতার বিরুদ্ধে। যিনি আবার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী পতিদারের ঘনিষ্ঠ ও তাঁর অফিসের কর্মী। শুধু তাই নয়, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুবমোর্চার সম্পাদকও। বালিখাদানে অস্ত্র নিয়ে তোলাবাজি ও অফিসে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগে বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ ওই যুবনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিকাশ ঘড়ুই। তার বাড়ি বাঁকুড়ার ইন্দাসের মঙ্গলপুর এলাকায়।

তোলাবাজির অভিযোগে বিজেপি যুবনেতাকে গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণুপুরের এসডিপিও কুতুবুদ্দিন খান বলেন, অস্ত্র নিয়ে বৈধ বালি খাদানে হামলা ও মারধরের অভিযোগে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে বিজেপির যুবনেতা বিকাশ দলবল নিয়ে একটি খাদানের অফিসে হানা দেন। বিধায়কের নাম করে লক্ষাধিক টাকা দাবি করেন। অন্যথায় বিধায়ককে দিয়ে দিল্লিকে জানিয়ে খাদান বন্ধ করার হুমকি দেওয়া হয়। এরপরও টাকা না দেওয়ায় ম্যানেজারকে মারধর করা হয়। অফিসে ভাঙচুর চালানো হয়। শেষে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ১২ হাজার টাকা লুট করে চম্পট দেয় বলে অভিযোগ।

এরপর খাদান কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইন্দাস থানার পুলিশ বিকাশকে গ্রেফতার করে। বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:নবজোয়ার যাত্রায় আজও পূর্ব মেদিনীপুরে অভিষেক