প্যারোলে মুক্তি পাচ্ছেন দেবযানী! কারণ বেদনা.দায়ক

সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী ১০ বছরে রয়েছেন সংশোধনাগারে। বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। সেখানে জেলে নার্সের কাজ করেন তিনি।

সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে (Debjani Mukharjee) কয়েক ঘণ্টার জন্য প্যারোলে (Parole) মুক্তি দিচ্ছে আদালত। মা গুরুতর অসুস্থ বলে তাঁকে দেখতে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন দেবযানী। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। ৫ জুন ৪ ঘণ্টার জন্য তিনি বাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে পারবেন।

সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী ১০ বছরে রয়েছেন সংশোধনাগারে। বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে (Dumdum Central Jail) রয়েছেন। সেখানে জেলে নার্সের কাজ করেন তিনি। পাশাপাশি ইংরাজিও পড়ান। তাঁর ব্যবহারের প্রশংসাও রয়েছে। কয়েকদিন ধরেই অসুস্থ দেবযানীর মা। মাকে দেখতে যাওয়ার জন্য তিনি আবেদন করেন। তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছে জেল কর্তৃপক্ষ। ৫ জুন চার ঘণ্টার জন্য বাড়ি যাবেন তিনি। জেল কর্তৃপক্ষের তরফে লালবাজারে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য চিঠিও দেওয়া হয়েছে। কয়েকঘণ্টার জন্য হলেও জেল থেকে মুক্তির স্বাদ পেতে চলেছেন দেবযানী।

 

 


 

 

Previous articleনয়া সংসদ ভবনের উদ্বোধনে ধর্মীয় আচার অনুষ্ঠানের বাড়বাড়ন্ত! মোদিকে তীব্র ক.টাক্ষ নাসিরের
Next article৭৭-এ দ্বিতীয় ইনিংস? মুচকি হেসে লক্ষ্মণের জবাব “এক ইনিংসে তো খেলা শেষ হয় না!”