Saturday, November 1, 2025

২০২৩-এ নতুন করে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’। তবে এবার তাতে জুড়েছে ভিএফএক্স-এর (VFX) কামাল। দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাস এবং বলি সুন্দরী কৃতী স্যাননের (Prabhash and Kriti Sanon) ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির ট্রেলার এবং গান প্রকাশ্যে এসেছে। পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ঘিরে প্রথম থেকেই সিনেপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। সমালোচনাও শুরু হয়েছে বটে, কিন্তু সিনেমা মুক্তির আগেই বিতর্ককে বাইপাস করে প্রায় ২০০ কোটির ঘরে ‘আদিপুরুষ’ (Adipurush)।

রামায়ণ নিয়ে ভারতবাসীর মনে দীর্ঘদিন ধরে চলে আসা এক বিশ্বাস আজও অটুট। সেখানে পর্দায় রাম-সীতা চরিত্রদের নতুন মোড়কে আনতে গেলে পরিচালককে একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। ‘আদিপুরুষ’ সিনেমায় রামের ভূমিকায় প্রভাস (Prabhas) এবং রাবণ লুকে সইফ আলি খান (Saif Ali Khan) তুমুল সমালোচনার মুখে পড়েন।

বাদ যাননি কৃতী স্যাননও (Kriti Sanon)। সীতা হিসেবে তাঁকে মানতে নারাজ হিন্দুত্ববাদীরা। রামমন্দিরের প্রধান পুরোহিত এই ছবি নিষিদ্ধ করার ডাক তুললেও সিনেপ্রেমীরা সেই সব পাত্তা দেননি। তাই ‘আদিপুরুষ’-এর ট্রেলার ও গান বেশ ট্রেন্ডিং।

শোনা যাচ্ছে পাঁচশো কোটির বাজেটে তৈরি প্রভাস-কৃতীর নতুন ছবির শুধুমাত্র তেলুগু ভার্সানের থিয়েট্রিক্যাল সত্ত্ব বিক্রি করেই ১৮৫ কোটি টাকা আয় হয়েছে। জিএসটি জুড়লে হিসেব দাঁড়ায় ২০০ কোটি টাকার বেশি। মুক্তির আগেই এত বড় সাফল্যে খুশি প্রযোজক, পরিচালক এবং ছবির কলাকুশলীরা। জুন মাসের মাঝামাঝিতে মুক্তি পাবে এই ছবি। ফের এক সুপারডুপার হিট ছবি দিতে চলেছেন বাহুবলী নায়ক, এমনটাই মনে করা হচ্ছে।

 

Related articles

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম...

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...
Exit mobile version