আর জি করের অধ্যক্ষ থাকছেন সন্দীপই, বদলির নির্দেশ প্রত্যাহার স্বাস্থ্য ভবনের

গত দুদিন ধরে হাসপাতালে গেলেও অধ্যক্ষের ঘর তালা বন্ধ থাকায় ঢুকতে পারেননি সনৎ কুমার ঘোষ। শেষ পর্যন্ত স্বাস্থ্যভবনের দ্বারস্থ হন তিনি।

সন্দীপ ঘোষই (Sandeep Ghosh) থাকছেন আর জি করের (RG kar) অধ্যক্ষ (Principal)। ১ দিনের মধ্যে তাঁর বদলির নির্দেশ প্রত্যাহার করল স্বাস্থ্য ভবন। এর আগে সন্দীপ ঘোষকে বদলির নির্দেশ দিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সনৎকুমার ঘোষকে।

অভিযোগ, গত দুদিন ধরে হাসপাতালে গেলেও অধ্যক্ষের ঘর তালা বন্ধ থাকায় ঢুকতে পারেননি সনৎ কুমার ঘোষ। শেষ পর্যন্ত স্বাস্থ্যভবনের দ্বারস্থ হন তিনি। এরপরই বদলিকাণ্ডে নয়া মোড়। সন্দীপ ঘোষের বদলির নির্দেশ প্রত্যাহার করে নেয় স্বাস্থ্যভবন।