Monday, November 10, 2025

মিথ্যা বলছেন বিরোধী দলনেতা! বাংলার ন্যায্য বকেয়া নিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

‘বিরোধী দলনেতা (LOP) মিথ্যা কথা বলছেন। আমরা কেন্দ্রের উপর সামাজিক উন্নয়ন প্রকল্পের টাকার জন্য নির্ভর করি না। কিন্তু কীভাবে কেন্দ্রীয় সরকার বাংলার ন্যায্য MGNREGS এবং আবাস যোজনার (Awas Yojna) বকেয়া বন্ধ করে দিল? আপনি কি আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য দোষ দিতে পারেন? শুক্রবার টুইট করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল আরও জানান, রাজ্য সরকার তার শেষ বাজেটে দুর্নীতির কোনও উদাহরণ ছাড়াই প্রায় ১৭ লক্ষ এবং ১৫ লক্ষ মানুষকে বার্ধক্য এবং বিধবা পেনশন প্রদান করেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ দীর্ঘদিন ধরে। ফলে আবাস যোজনার প্রশাসনিক কাজকর্ম কার্যত স্তব্ধ। সম্প্রতি সব জেলা প্রশাসনকে পঞ্চায়েত দফতর জানিয়েছে, আবাসের বাকি থাকা উপভোক্তাদের অনুমোদনের কাজ দ্রুত শেষ করতে হবে। অতিরিক্ত পাঁচ দফা কর্মসূচিও জেলাগুলির জন্য স্থির করে দিয়েছে দফতর।

এদিকে পঞ্চায়েত দফতরের তথ্য অনুযায়ী, আবাস (প্লাস) প্রকল্পে মোট ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৬ জনকে অনুমোদন দিতে হত রাজ্যকে। তার মধ্যে প্রায় ৯৭% অনুমোদনের কাজ হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৩৪ হাজার ৫৩২ জনকে অনুমোদন দেওয়া। পঞ্চায়েত দফতরের নির্দেশ, সেই বকেয়া অনুমোদনের কাজ সারতে হবে যত দ্রুত সম্ভব।

আরও পড়ুন- “পিঠের চা.মড়া তুলে দিন, ন.গ্ন করে দিন”, বামপন্থী আইনজীবী বিকাশের মুখে বেআইনি সংলাপ

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version