Thursday, December 18, 2025

অভিষেকের কাছে অভি.যোগ, তমলুকে দলের পঞ্চায়েত প্রধান অপসারিত, উপপ্রধান গ্রেফ.তার

Date:

Share post:

দুর্নীতির সঙ্গে কোনওরকম আপস নয়। এবার পঞ্চায়েত ভোটে কোনও দাদা-দিদি ধরে প্রার্থী হওয়া যাবে না। মানুষ যাকে মনোনীত করবে, তিনিই হবেন ত্রিস্তর পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী। আর সেই লক্ষ্যেই গত ২৫ এপ্রিল থেকে বাংলাজুড়ে দু’মাসব্যাপী জনসংযোগ যাত্রায় নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেখতে দেখতে আজ, শনিবার সেই জনসংযোগ যাত্রার ৩৮ তম দিন। এদিন হাওড়ায় নবজোয়ারে ভাসবেন অভিষেক। তার আগে ঘটনাবহুল ছিল পূর্ব মেদিনীপুর সফর।

পূর্ব মেদিনীপুর জেলা থেকে অভিষেক ফের একবার বুঝিয়ে দিয়েছেন তৃণমূলে শেষ কথা বলবে সাধারণ মানুষ। কোনও নেতা বা জন প্রতিনিধি নয়। গতকাল, তমলুক বিধানসভার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ পাওয়ার পর রাতেই তাঁকে পদ থেকে সরিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের নির্দেশের এক ঘণ্টার মধ্যে তমলুকের বিডিওর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন পঞ্চায়েত প্রধান মানসী দাস। এই পঞ্চায়েতেরই উপপ্রধান সুকুমার নায়েকের বিরুদ্ধেও তছরূপের অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেয় দল। রাতের দিকে উপ-প্রধানকে গ্রেফতার করে পুলিশ।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে শুক্রবার নন্দীগ্রামের অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে নন্দকুমার-মহিষাদল-ময়নায় বর্ণাঢ্য রোড শো করেন অভিষেক বন্ড। সাধারণ মানুষ তাঁকে কাছে পেয়ে নিজেদের নানা অভাব-অভিযোগ ও সমস্যার কথা জানান। এভাবেই মহিষাদল থেকে ময়নায় আসার পথে পদামপুর-নং গ্রাম পঞ্চায়েতের মিরিকপুর গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত প্রধান মানসী দাসের নামে অভিযোগ জানান গ্রামবাসীরা। বিশেষ করে মহিলারা অভিযোগ করে বলেন, মানসী দাস গ্রামের মানুষের কথা শোনেন না। দুর্ব্যবহার করেন। কোনও কাজ করেন না। মানুষ তাঁর কাছে কোনও কাজ নিয়ে গেলে তাঁদের ফিরে আসতে হয়। এমন অভিযোগ পাওয়া মাত্রই প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন অভিষেক। একইভাবে সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ আসে ওই পঞ্চায়েতের উপ-প্রধান সুকুমার নায়েকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মঞ্জুশ্রী বালা নামের এক মহিলা।

তৃণমূলে জিরো টলারেন্স। অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই মানসী দাসকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ-প্রধান সুকুমার নায়েকেও বহিষ্কার করা হয়। রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।মানুষের কাজ না করলে দল যে কাউকে রেয়াত করবে না। পূর্ব মেদিনীপুরের মাটি থেকে দলীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা বুঝিয়ে দিলেন অভিষেক।

 

spot_img

Related articles

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...

এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে কেন্দ্র: কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ GST নিয়েও

বাংলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

তৃণমূল কর্মী খুনে ১৫ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

হুগলীতে বাম আমলে তৃণমূল কর্মী (TMC Worker Marder Case) খুনে নয়া মোড়! কলকাতা হাইকোর্ট এবার রবীন ঘোষ হত্যাকাণ্ড...

বাংলায় নতুন করে আরও ১৫৮০০ কোটি টাকা বিনিয়োগ: ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

বৃহস্পতিবার  বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে বাংলার জন্য বড়সড় বিনিয়োগের ঘোষণা করলেন আরপিএসজি (RPSG) গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)।...