বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ শেখ হাসিনার, বাংলাদেশীদের জন্য হটলাইন চালু

খায়রুল আলম, ঢাকা: ওড়িশার(Odisha) বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়(train accident) প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন। যেখানে ভারতীয়দের পাশাপাশি রয়েছেন বাংলাদেশীরাও(Bangladeshi)। দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশ্যে শনিবার শোক প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। পাশাপাশি এই ট্রেন দুর্ঘটনার পর বাংলাদেশীদের জন্য হটলাইন চালু করল কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

শুক্রবার রাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। সাধারণত বাংলাদেশীরা চিকিৎসার জন্য এই ট্রেনটিতে যাতায়াত করেন। সেদিকে নজর রাখে দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশা সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।” পাশাপাশি আরও জানানো হয়, “এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হচ্ছে +৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটসঅ্যাপ)।”

Previous articleকরমণ্ডল দুর্ঘ.টনার রুদ্ধ.শ্বাস অভিজ্ঞতার কথা জানালেন উত্তরপাড়ার বাসিন্দা!
Next articleনিজের টেস্ট ক্রিকেটে অবসর নিয়ে বড় ঘোষণা ওয়ার্নারের