Monday, November 3, 2025

Hooghly: রবিবার মাহেশের ৬২৭ তম ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব

Date:

Share post:

রবিবার হুগলির মাহেশের ঐতিহাসিক ৬২৭ বছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হবে। এই উপলক্ষ্যে এখন সাজো সাজো রব মাহেশে জুড়ে। এ বিষয়ে বলতে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানালেন দীর্ঘ যুগ যুগ ধরে আমাদের এই মাহেশের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, প্রতিবারের মতো এদিনও সকালে প্রভু জগন্নাথ দেবের বিশেষ পূজা অর্চনার পর নিয়ে যাওয়া হবে, মূল মন্দিরের পার্শ্ববর্তী স্নান মন্দিরে। সেখানে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ঘড়া ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হবে। জগন্নাথ দেবের স্নান পর্ব দেখার জন্য ইতিমধ্যেই আমাদের এই মাহেশ ধামে বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতি শুরু হয়েছে ।

ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী আরও জানান এবার প্রভুর স্নানে একটা নূতন চমক থাকছে। গজ বেশে প্রভুকে স্নান মন্দিরে নিয়ে যাওয়া হবে। যা একটা বিরলতম দৃশ্য। পিয়াল বাবুর কথায় মাহেশের স্নানযাত্রা উপলক্ষে একটি গল্পকথা রয়েছে, যখন প্রভুর স্নান সেই সময় মন্দির সংলগ্ন থানে একটি নীলকন্ঠ পাখির দেখা মেলে এবং যতক্ষণ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মায়ের স্নান পর্ব চলে ততক্ষণ ওই পাখিটির উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু স্নানের পর কেউ আর পাখিটিকে দেখতে পান না পাখি চলে যায় নীলাচলের পথে। এদিনের স্নান পর্ব শেষ হবার সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে, এবং এই সময়টা তিনি মন্দিরের অন্তরালে থাকেন। কোনও ভক্তকে দর্শন দেন না। তারপর ১৫ দিনের সময় মাথায় ঠাকুরের নব যৌবন হয়। নতুন রঙে সজ্জিত হয়ে ভেঙে ওঠেন আমাদের মাহেশের দেবতা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা । এর পর সুস্থ হয়ে প্রভু রওনা দেবেন সোজা রথের দিন মাসির বাড়ির উদ্দেশ্যে।

আরও পড়ুন- করমণ্ডল দু.র্ঘটনায় রেলের ভ.য়ঙ্কর গাফিলতি, ভাইরাল চা.ঞ্চল্যকর অডিও রেকর্ড

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...