Saturday, December 20, 2025

করমণ্ডল দুর্ঘ.টনার রুদ্ধ.শ্বাস অভিজ্ঞতার কথা জানালেন উত্তরপাড়ার বাসিন্দা!

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের (Balasore) কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Coromandel Express Accident) জেরে শোকস্তব্ধ দেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ খতিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতেও যান। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে এই দুর্ঘটনায় বাংলা থেকে আসা অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছেন। রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এখনও পর্যন্ত হুগলি (Hooghly) জেলার ৫ জন যাত্রীর খবর পাওয়া গেছে, যারা গতকাল ওই ট্রেনে সফর করছিলেন। তাঁদের মধ্যে একজন সুস্থ, একজন নিখোঁজ ও বাকি ৩ জন গুরুতর আহত বলে জানা গেছে।

উত্তরপাড়া মাখলার বাসিন্দা শানু দাস (Shanu Das) বেসরকারি ট্যুরিজম কোম্পানির হয়ে কাজ করেন। তিনি গতকাল করমণ্ডল এক্সপ্রেসের এস ১ স্লিপার কোচে যাত্রা করছিলেন। তিনি ছিলেন লোয়ার সিটে। তাঁর সঙ্গে ছিলেন হরিপাল পানিশেওলা গ্রামের বাসিন্দা রোহিত হেমব্রম, অতনু কিস্কু,তাপস কিস্কু,গোপাল হেমব্রম প্রত্যেকেই কেরলে কাজে যাচ্ছিলেন। পৌনে সাতটা নাগাদ গাড়ি সব বালেশ্বর ছেড়েছে, সবাই ব্যস্ত জমজমাট অধ্যায় , তখন আচমকাই ডানদিকের জানলা দিয়ে আগুনের ফুলকি দেখতে পান তাঁরা। এরপরই ট্রেনের ঘর্ষণ শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে সব স্তব্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য চোখে মুখে অন্ধকার দেখেন শানু। পরে কোনওমতে কোচের বাইরে বেরিয়ে দেখতে পান দুর্ঘটনার ভয়াবহ ছবি। ততক্ষণে চারিদিকে শুরু হয়েছে আর্তনাদ আর হাহাকার। নিজের সহযাত্রীদের খোঁজ করেন শানু, দেখতে পান গুরুতর আহত হয়েছেন অতনু, তাপস ও গোপাল। কিন্তু রোহিত নিখোঁজ। এখনও তাঁর সন্ধান মেলেনি। উৎকন্থায় পরিবার।

 

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...