Thursday, August 28, 2025

করমণ্ডল দুর্ঘ.টনার রুদ্ধ.শ্বাস অভিজ্ঞতার কথা জানালেন উত্তরপাড়ার বাসিন্দা!

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের (Balasore) কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Coromandel Express Accident) জেরে শোকস্তব্ধ দেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ খতিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতেও যান। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে এই দুর্ঘটনায় বাংলা থেকে আসা অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছেন। রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এখনও পর্যন্ত হুগলি (Hooghly) জেলার ৫ জন যাত্রীর খবর পাওয়া গেছে, যারা গতকাল ওই ট্রেনে সফর করছিলেন। তাঁদের মধ্যে একজন সুস্থ, একজন নিখোঁজ ও বাকি ৩ জন গুরুতর আহত বলে জানা গেছে।

উত্তরপাড়া মাখলার বাসিন্দা শানু দাস (Shanu Das) বেসরকারি ট্যুরিজম কোম্পানির হয়ে কাজ করেন। তিনি গতকাল করমণ্ডল এক্সপ্রেসের এস ১ স্লিপার কোচে যাত্রা করছিলেন। তিনি ছিলেন লোয়ার সিটে। তাঁর সঙ্গে ছিলেন হরিপাল পানিশেওলা গ্রামের বাসিন্দা রোহিত হেমব্রম, অতনু কিস্কু,তাপস কিস্কু,গোপাল হেমব্রম প্রত্যেকেই কেরলে কাজে যাচ্ছিলেন। পৌনে সাতটা নাগাদ গাড়ি সব বালেশ্বর ছেড়েছে, সবাই ব্যস্ত জমজমাট অধ্যায় , তখন আচমকাই ডানদিকের জানলা দিয়ে আগুনের ফুলকি দেখতে পান তাঁরা। এরপরই ট্রেনের ঘর্ষণ শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে সব স্তব্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য চোখে মুখে অন্ধকার দেখেন শানু। পরে কোনওমতে কোচের বাইরে বেরিয়ে দেখতে পান দুর্ঘটনার ভয়াবহ ছবি। ততক্ষণে চারিদিকে শুরু হয়েছে আর্তনাদ আর হাহাকার। নিজের সহযাত্রীদের খোঁজ করেন শানু, দেখতে পান গুরুতর আহত হয়েছেন অতনু, তাপস ও গোপাল। কিন্তু রোহিত নিখোঁজ। এখনও তাঁর সন্ধান মেলেনি। উৎকন্থায় পরিবার।

 

spot_img

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...