Friday, May 9, 2025

“গোধরাকাণ্ডে কত মৃত্যু?” নিজের কাজের খতিয়ান-সহ কেন্দ্রকে তোপ মমতার

Date:

Share post:

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁয়েছে। কিন্তু এতবড় দুর্ঘটনার দায় কার? এই নিয়ে যখন রাজনৈতিক তরজা চরম আকার নিয়েছে ঠিক সেই সময় নবান্নে(Nabanna) সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তুলে ধরলেন বর্তমান সময়ে রেলের(Rail) ভয়াবহ পরিস্থিতির কথা। পাশাপাশি কুৎসাকারীদের তোপ দেগে মুখ্যমন্ত্রী জানালেন, “দায়িত্ব পালন না করে কুৎসা করা হচ্ছে। গোধরাকাণ্ডে(Godhara) কতজনের মৃত্যু হয়েছিল? কতজন মারা গিয়েছিল?”

রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কালকে ওখানে গিয়েছিলাম। আপনারা শুনেছেন একটা খারাপ কথা বলিনি। আমি কোনও আক্রমণ করিনি। রেলমন্ত্রীও আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি বললে আরও বলতে পারতাম। কারণ রেলটা আমি হাতের তালুর মতো জানি। সিগন্যালিং সিস্টেম কেউ দেখেই না। অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না কেন। রেল বাজেটও উঠিয়ে দেওয়া হয়েছে। রেলভবনও উঠিয়ে দেওয়া হয়েছে। রেলকে বেচার জন্য রেখে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম এই সময়টা রাজনৈতিক কথা বলব না। হঠাৎ আমার কাছে একটা ম্যাসেজ এল। তাতে তাঁরা একটা লিস্ট দিয়েছে আমার সময় কত মারা গেছে রেল দুর্ঘটনায় আমি যে আধুনিক করে দিয়ে এসেছিলাম রেলকে তার জন্যই দুর্ঘটনা কমেছে। যে তথ্য ওরা দিয়েছে ওটা ভুল ইনফরমেশন। আমি তো এখন রেলমন্ত্রকে নেই।”

এরপর সরাসরি বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যদি জিজ্ঞাসা করি গোধরায় কতজন মারা গিয়েছিল। আমি তো সব করে দিয়ে এসছিলাম বলে রেলটা স্বাভাবিক ছিল। যাদের দায়িত্ব ছিল নৈতিকতার তারা দায়িত্ব না নিয়ে আমার সময়ে কত মরেছে হিসেব করতে বসেছে। সেই সময় চলন্ত ট্রেনে আগুন লাগানো হয়েছিল। কতজন মানুষ মারা গিয়েছিলেন? আপনাদের সময় অনেক দুর্ঘটনা হয়েছে। আমরা তা নিয়ে প্রশ্ন তুলিনি কারণ দুর্ঘটনা দুর্ঘটনাই। এত মানুষের মৃত্যুর পর তো ক্ষমা চাইতে পারতেন। এটা সম্পূর্ণ গাফিলতি। কোনও কো-অর্ডিনেশন ছিল না। না হলে ৮-১০ মিনিটে কলিশন হতে পারে না।”

পাশাপাশি নিজে রেলমন্ত্রী থাকাকালীন কী কী কাজ করেছেন তাঁর হিসেব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার রেলমন্ত্রকে কেউ মারা গেল চাকরি দেওয়া হত। আমরা রেলে প্রথম অ্যান্টি কলিউসান ডিভাইস লাগাই। আনম্যানড লেবেল ক্রসিংকে ম্যানড করি। ৪০০ লেবেল ক্রসিংয়ে কর্মী নিয়োগ করা হয়েছিল। অ্যান্টি কলিউসান ডিভাইসের কৃতিত্ব কেন্দ্রের নেই। আমি নিজে মাডগাও গিয়ে অ্যান্টি কলিউসান ডিভাইস নিয়ে আসি। আমরা রেলের ভাড়া একপয়সাও বাড়াইনি। এখন একটা স্টেশনে যেতে ৩০ টাকা লাগে। মুম্বইয়ে রেলওয়ে বিকাশ কর্পোরেশন লিমিটেড আমরা করেছিলাম। দিল্লিতে মেট্রোর সমস্যা আমরা সামলে উদ্বোধন করেছিলাম। নিজেদের দোষ ঢাকতে অন্যকে গালি দেওয়াটা ঠিক নয়। মৃতদেহ লোকানো হচ্ছে। ঝগড়া করার জন্য অনেক সময় রয়েছে। মৃতদেহ নিয়ে যারা রাজনীতি করে তাদের ধিক্কার।

spot_img

Related articles

নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

শীর্ষ আদালতের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, গত মার্চ মাসে এই ছবিটা উঠে আসার পরই বিচারপতি...

শুক্রবার ভোরে রামগড় BSF ক্যাম্পে পাক-ড্রোন হামলা ব্যর্থ করল ভারতীয় সেনা

কোনও ছাড় নয়। পাকিস্তানজুড়ে প্রত্যাঘাত ভারতের। এমনকি দেশের মাটিতে পাকিস্তানের আঘাতের হাত থেকে রক্ষা করছে ভারতীয় সেনা (Indian...

বিশ্বকবির জন্মদিনে রবীন্দ্র কবিতায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, সমাজমাধ্যমে পোস্ট অভিষেকের 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে (Rabindranath Tagore Birth Anniversary) কবিগুরুর লেখা কবিতা পোস্ট করেই শ্রদ্ধা নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী...

পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ড্রোন হামলা প্রতিহত, প্রেস বিবৃতিতে জানালো ভারতীয় সেনা

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে সীমান্তের লাগাতার আক্রমণ করে চলেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার...