Saturday, August 23, 2025

কর্নাটক জয়ে গলায় আত্মবিশ্বাসের সুর! বিজেপিকে নিশ্চিহ্ন করার হুঁ.শিয়ারি রাহুলের

Date:

আসন্ন চার রাজ্যের নির্বাচনে এবার বিজেপিকে (BJP) নিশ্চিহ্ন করে দেবে কংগ্রেস (Congress)। এবার আত্মবিশ্বাসের (Confidence) সুরে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি কর্নাটকের (Karnata) বিপুল জয় এবং সরকার গঠন বাড়তি অক্সিজেন দিয়েছে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে যাওয়া কংগ্রেসকে। আর সেই আত্মবিশ্বাসে ভর করেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া তনয়।

উল্লেখ্য, চলতি বছরের শেষেই তেলেঙ্গানা (Telegana), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ছত্তিশগড় (Chattisgarh) ও রাজস্থানের (Rajasthan) নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই রাহুল গান্ধী বলেন, কর্নাটকের মতোই এই চার রাজ্যে জিতবে কংগ্রেস (Congress)। প্রাক্তন কংগ্রেস সভাপতির কথায়, “কর্ণাটকে আমরা বিজেপিকে শুধু হারাইনি। নিশ্চিহ্ন করে দিয়েছি। এরপর তেলেঙ্গানাতেও (Telangana) কংগ্রেস বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। তবে এই চার রাজ্যে নির্বাচনের পর আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জয় নিয়ে রাহুল আগেও আত্মবিশ্বাস দেখিয়েছেন।

তবে কর্নাটক নির্বাচনের আগে কিন্তু এতটা আত্মবিশ্বাসী দেখায়নি রাহুলকে। পাশাপাশি রাজস্থান ও তেলেঙ্গানা নিয়েও এভাবে জয়ের দাবি আগে করতে পারেনি কংগ্রেস। যদিও তেলেঙ্গানায় কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী যে বিজেপি নয় বিআরএস তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল। রাহুল সাফ জানান, কর্ণাটকে আমরা বিজেপিকে নিশ্চিহ্ন করে দেখিয়েছি। তবে শুধু কংগ্রেস বিজেপিকে হারাবে না। বিজেপিকে হারাবে এই চার রাজ্যের মানুষ। দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি যেভাবে ঘৃণা ছড়াচ্ছে, সেই ঘৃণা নিয়ে কোনওভাবেই এগিয়ে যাওয়া যায় না।

তবে এই প্রথম নয়, এর আগেও লোকসভা নির্বাচন (Lok Sabha Election) নিয়েও বড় দাবি করেছেন রাহুল। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪-এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেছেন, আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। সবাইকে চমকে দেবে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version